Monthly Archives: December 2015

হবিগঞ্জের ১ম শহীদ মুক্তিযোদ্ধা ডা. সালেহ উদ্দিন আহমেদের স্মৃতি ও পরিবার আজও অবহেলিত

খন্দকার আলাউদ্দিনর : ১৯৭১’র মহান মুক্তযুদ্ধে হবিগঞ্জ জেলার প্রথম শহীদ মুক্তিযোদ্ধা ডা. সালেহ উদ্দিন আহমদ। তিনি ১৯৪১ সালে হবিগঞ্জের পৌর শহরের বাণিজ্যিক এলাকার সম্ভ্রান্ত্র মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার ডাক নাম সালেহ। পিতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাওলানা রফিক উদ্দিন আহমদ ও মা আশরাফুন্নেছা খাতুন। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে সালেহ দ্বিতীয় সন্তান। তিনি ১৯৫৬ সালে হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে থেকে প্রথম বিভাগে মেট্রিক, সিলেট এমসি কলেজ থেকে ১৯৫৯ সালে আইএসসি এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬৫ সালে এমবিবিএস পাস করেন। সালেহ উদ্দিন হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রাবাবস্থায় রোভার স্কাউটের সদস্য হিসেবে প্রাদেশিক জা¤ু^রিতে অংশগ্রহন করেন। তার বই পড়া ও টেনিস খেলায় শখ ছিল। তিনি একজন জ্ঞানী-গুনী ...

আজ হবিগঞ্জের ৫টি পৌরসভায় নির্বাচন ॥ ৫৭টি কেন্দ্রের মধ্যে ৫৩টিই ঝুঁকিপূর্ণনিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ জেলা রির্টানিং অফিসারের

প্রথস সেবা ডেস্কর : সারাদেশের মত হবিগঞ্জ জেলায়ও টানটান উত্তেজনা, আধিপত্য বিস্তারের চেষ্টা ও গ্রেফতারের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারনা শেষ হয় গত সোমবার দিবাগত রাতে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে থাকছে ভ্রাম্যমান আদালত। হবিগঞ্জেও বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাজা ও দন্ড দিয়েছেন। এর বাইরে পুলিশের গ্রেপ্তারের সংখ্যাও গতকাল বেশি ছিল। এবারের পৌর নির্বাচনে খোদ নির্বাচন কমিশনই আশঙ্কা করছে ভোটের দিন পৌরসভায় আওয়ামী লীগের ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংস ঘটনা ঘটতে পারে। বিশ্বস্ত সুত্রে জানা গেছে হবিগঞ্জেও হুমকি পেয়েছেন বিরোধী ...

সিলেটের ১৬টি পৌরসভার নৌকা প্রতীক গ্রহন করলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আরিফুল হাই রাজীব

খন্দকার আলাউদ্দিন : আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেট বিভাগের অধীন অনুষ্ঠিতব্য ১৬টি পৌরসভার আওয়ামীলীগ মনোনিত মেয়রদের জন্য বরাদ্দকৃত দলীয় ‘নৌকা’ প্রতীক দলের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডঃ আব্দুস সোবহান গোলাপের কাছ থেকে গ্রহন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক, চুনারুঘাটের কৃতি সন্তান মোঃ আরিফুল হাই রাজীব । গতকাল সোমবার রাত ১০টায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভা নেত্রীর কার্যলয় ধানমন্ডি থেকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শাহ্ আলম, ব্যারিস্টার মিহন প্রমুখ।

চুনারুঘাট পৌর নির্বাচনে ২ স্বতন্ত্র মেয়র ও ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল : নৌকা ও ধানের শীর্ষে লড়াই কে হচ্ছেন পৌর পিতা!

খন্দকার আলাউদ্দিন : চুনারুঘাট পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন মনোনয়ন দাখিল করেন। ত্র“টিজনিত কারণে ২ জন স্বতস্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাচাই শেষে বাতিল করা হয়েছে। অন্যদিকে কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়ন জমা দিলে যাচাই-বাচাই শেষে ২ জন কাউন্সিলের মনোনয়ন বাতিল করা হয়। সংরক্ষিত মহিলা আসনে ১৩ জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়। গতকাল রোববার রিটার্নিং অফিসার জানান, পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী এস.কে ইফতেখারুল গনি (স্বতন্ত্র) মনোনয়ন পত্রের ৪টি পেজের ১টিকে তিনি স্বাক্ষর করেননি। যা যাচাই-বাচাই কালে ধরা পড়লে মনোনয়ন পত্রটি বাতিল করা হয়। অন্যদিকে মীর সায়েব আলী (স্বতন্ত্র) প্রার্থীর ১’শ জন ভোটারের স্বাক্ষর তালিকায় ৫ জন স্বাক্ষরকারী স্বাক্ষর যাচাই-বাচাই করা হয়। এর মধ্যে ৪ জনের ...

ইনডেভার সমন্বিত উন্নয়ন প্রকল্পে’র উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের ইনডেভার আঞ্চলিক অফিসের উদ্যোগে দাতা সংস্থা ওখউ-র জার্মানীর আর্থিক সহায়তায় নতুন সংযোজন ‘ইনডেভার সমন্বিত উন্নয়ন প্রকল্পে’র উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রাশাসক সাবিনা আলম। গত শনিবার সকাল ১১টায় সরদ ইউনিয়নের নরপতি গ্রামে আঞ্চলিক অফিসে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। ইনডেভারের প্রধান নির্বাহী খলিলুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও উপ-পরিচালক মোঃ আতিকুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এনডিসি আলমগীর হোসেন, ইনডেভারের নির্বাহী কমিটির সদস্য ফারুক উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট নরপতি আশা’র হেলথ কমপেক্সে এডমিনেস্ট্যার মোস্তাফিজুর রহমান, আশার জেলা ডিএম কামাল মিয়া চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মুকিদ চৌধুরী, ইউপি ...

সমঝোতার বিয়েতে চেয়ারম্যানের অনিহা বয়স নির্ধারণে কোর্টে এফিডেভিট

আবুল হাসান ফায়েজ : চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দ গ্রামের শানখলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিয়ে দেয়ার আয়োজন চলছে। মেয়ে ও ছেলের পক্ষের অভিভাবকদের সম্মতির ভিত্তিতে প্রাপ্ত বয়স নির্ধারণে হবিগঞ্জ কোর্টে এফিডেভিট করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ডাক্তার বাড়ী গ্রামের ইউনুছ আলীর ছেলে ইব্রাহিমের সাথে একই এলাকার আব্দুল লতিফের মেয়ে শানখলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জলিকা আক্তার গত শুক্রবার গভীর রাতে ঘর ছেড়ে পালিয়ে যায়। ছেলে ও মেয়ের আত্মীয়-স্বজন ইব্রাহিম ও জলিকাকে খোঁজে বের করে গতকাল রোববার শানখলা ইউনিয়ন চেয়ারম্যান অফিসে নিয়ে আসে। দুজনকে চেয়ারম্যানের মাধ্যমে বিয়ে পড়িয়ে দিতে চাইলে এ বিষয়ে তিনি অপারগতা প্রকাশ করেন। পরে দু’পক্ষের আত্মীয়-স্বজন ...

ভালবাসার বিয়ে করেছি ॥ এক সঙ্গে থাকবো ॥ নয়তো মরবো

স্টাফ রিপোর্টারর্ ভালবেসে বিয়ে করেছি। এক সঙ্গে সংসার করবো। নয়তো মরবো। এমন এক প্রতিজ্ঞায় পুত্র বধুর দাবী নিয়ে বরের বাড়ীতে একাই প্রবেশ করলো জেসমনি আক্তার নামের এক যুবতী। সে বগাডুবি গ্রামের আঃ আওয়ালের কন্যা। বরের ঘরে প্রবেশ করে সে নিজেকে এ ঘরের পুত্রবধু বলে দাবী করে। এ ঘটনায় বর পক্ষের লোকজনের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে উপজেলার র্ এরপর পৃষ্ঠা-২র্ আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামে। স্বামীর দাবী নিয়ে আসা জেসমিন আক্তার জানান, চলতি বছরের ৩রা মার্চ একই গ্রামের ইয়াকুব মিয়ার পুত্র সাইফুল ইসলামের সাথে তার বিয়ে হয় ২ লাখ টাকার রেজিস্ট্রি কাবিন মুলে কিন্তু ইয়াকুব মিয়ার পরিবার এ বিয়ে ...

এমপি মুনিম বাবুকে জাপা’র সংবর্ধনএমপি মুনিম বাবুকে জাপা’র সংবর্ধনাা

এস এম সুলতান খান : জাতীয় পার্টি আবারও দেশে সুসংঘটিত হচ্ছে। জাপার হাত ধরেই বর্তমান ক্ষমতাসীনদল মসনতে আছে। এরশাদ সরকারের আমলেই দেশে বৃহত্তম উন্নয়ণ হয়েছে। চুনারুঘাট সরকারী কলেজ, খোয়াই নদীর ব্রীজসহ সড়ক মহাসড়ক এরশাদ সরকারের আমলেই হয়েছিল। বসন্তের কোকিল নেতাকর্মীদের জাতীয় পার্টীতে স্থান নেই। বর্তমানেও জাতীয় পার্টি ও আওয়ামীলীগ জোটবদ্ধ হয়ে দেশে উন্নয়নমুলক কাজ করছে। দেশ এখন গরীব থেকে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিনত হয়েছে। ২০২১ সাল নাগাত মধ্য আয়ের দেশে উন্নিত হবে। হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের জাপার এমপি ও জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মুনিম চৌধুরী বাবু গতকাল মঙ্গলবার চুনারুঘাট উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্থানীয় ডাক বাংলোতে উপজেলা যুব সংহতির ...

মাধবপুরে দিন-দুপুরে স্কুল শিক্ষিকার মোবাইল ছিনতাই

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে আনন্দ স্কুলের এক শিক্ষিকার মোবাইল ছিনতাই করেছে এক বখাটে যুবক। রোববার দুপুরে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার সুরমা চা বাগানের ২০ নং এলাকার রক্স প্রকল্পের অধিনে পরিচালিত আনন্দ স্কুলের জনৈক শিক্ষিকা রোববার বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের পরীক্ষার প্রশ্ন নিতে উপজেলা আসলে সুরমা চা বাগানের বাজারটিলা এলাকার মৃত মোশারফ মিয়ার ছেলে জালাল মিয়া (২৯) তার হাতে থাকা মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নিয়ে লাঞ্চিত করে। এ সময় অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসলে বখাটে জালাল পালিয়ে যায়। এ ব্যপারে শিক্ষিকা উপজেলা নিবার্হী কর্মকতাকে মোহাম্মদ রাশেদুল ইসলামের নিকট জানালে তিনি থানায় অভিযোগ করতে পরামর্শ দেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা অভিযোগ প্রাপ্তির শিকার করে বলেন ...

এমপি মুনিম বাবুকে জাপা’র সংবর্ধনা

এসএম সুলতান খান : জাতীয় পার্টি আবারও দেশে সুসংঘটিত হচ্ছে। জাপার হাত ধরেই বর্তমান ক্ষমতাসীনদল মসনতে আছে। এরশাদ সরকারের আমলেই দেশে বৃহত্তম উন্নয়ণ হয়েছে। চুনারুঘাট সরকারী কলেজ, খোয়াই নদীর ব্রীজসহ সড়ক মহাসড়ক এরশাদ সরকারের আমলেই হয়েছিল। বসন্তের কোকিল নেতাকর্মীদের জাতীয় পার্টীতে স্থান নেই। বর্তমানেও জাতীয় পার্টি ও আওয়ামীলীগ জোটবদ্ধ হয়ে দেশে উন্নয়নমুলক কাজ করছে। দেশ এখন গরীব থেকে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিনত হয়েছে। ২০২১ সাল নাগাত মধ্য আয়ের দেশে উন্নিত হবে। হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের জাপার এমপি ও জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মুনিম চৌধুরী বাবু গতকাল মঙ্গলবার চুনারুঘাট উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্থানীয় ডাক বাংলোতে উপজেলা যুব সংহতির সভাপতি ...

চুনারুঘাটে আমন ধানের বাম্পার ফলন

কাজী মাহমুদু সুজন : চুনারুঘাট উপজেলায় এবছর আমন ধান চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উৎফুল্লসিত কৃষকরা এখন ধান কাঁটার জন্য মাঠে নেমে পড়েছেন। সারা মাঠ জুড়ে যেন কৃষকদের প্রাণের মেলা। চুনারুঘাট উপজেলা জুড়ে শুধু সারি সারি আমন ধান ক্ষেত। চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার জালাল উদ্দিন জানান, আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার হেক্টর, তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে তিনি জানান। স্থানীয় কৃষকরা জানান, উপজেলা ও এলাকার নিম্ন ভূমিতে আউশ ধান কাঁটার পর বন্যার সহিষ্ণু গোডা ও আশমিতা দেশী জাতের ধান বীজ বুনা হয়েছিল। প্রতি কৃষকদের খরচ হয় প্রায় দেড় হাজার টাকা। আগাছা দমন ছাড়া তেমন কোন খরচ নেই। নেই কোন পোঁকার ...

মাধবপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগের বিশেষ সভা

মাধবপুর প্রতিনিধির : আসন্ন মাধবপুর পৌর নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেমদায়মী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পৌর আওয়ামীলীগ সভাপতি বেনু রঞ্জন রায়ের সভাপতিত্বে পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মুছা মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় পরিষদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগ মেয়র প্রার্থী হিরেন্দ্র লাল সাহা, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি পিপি আকবর হোসেন জিতু, জেলা বার কাউন্সিলের সেক্রেটারী এড. সুবীর রায়, জেলা তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এড. মনোয়ার আলী, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুর ...

দুই চা শ্রমিক বীরঙ্গনা নারীর মানবেতর দিন যাপন

মো. দুলাল মিয়া:চুনারুঘাট উপজেলার চাঁন্দপুর চা-বাগানের দুই চা শ্রমিক বীরঙ্গনা নারী ভাল নেই। সংসারে অভাব অনটন শরীরে রোগ বালাই নিয়ে অবহেলা আর অনাদরে কাটছে তাদের মনবেতর দিন যাপন। জানা যায়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে রাজাকারদের সহায়তায় চাঁন্দপুর চা বাগানের পূর্ব লেনের সাবিত্রী নায়েক ও একই বাগানের লোহারপুর এলাকার মৃত লক্ষণ সাওতালের স্ত্রী হীরামণি সাওতালকে পাকিস্তানী বাহিনী ধরে নিয়ে যায়। তখন সময় অবিবাহীত সাবিত্রী ও গৃহবধু হীরামণি সাওতালকে পাকিস্তানি হায়নারা বিভিন্ন স্থানে আটকে রেখে তাদের উপর পাশ্ববিক অত্যাচার নির্যাতন চালায়। দীর্ঘ ৯ মাস মুক্তি সংগ্রামের পর ৭১ সনের ৬ ডিসেম্বর চুনারুঘাট উপজেলা হানাদার মুক্ত হলে স্থানীয় মুক্তিযোদ্ধারা দু’ চা-শ্রমিক নারীর মধ্যে সাবিত্রী নায়েককে পাক বাহিনী অস্থায়ী ক্যাম্প নালুয়া চা বাগানের বাংলো ...

এনামুল হক মোস্তাফা শহীদের সাথে সাইফুল আলম রুবেলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : সাবেক সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া চেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মোঃ সাইফুল আলম রুবেল। গত শুক্রবার এনামুল হক মোস্তফা শহীদ এর বাসভবনে সাক্ষাৎকালে তিনি পৌর নির্বাচনের বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেন।

মুনিম বাবুর উন্নয়ন কর্মকান্ডে বদলে যাচ্ছে নবীগঞ্জ-বাহুবল

স্টাফ রিপোর্টারর : প্রতিনিয়তই গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। করছেন রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন। বিশেষ করে শিক্ষা খাতে প্রসারিত হাতে দিচ্ছেন বিশেষ বিশেষ বরাদ্ধ। এছাড়াও তার একান্ত প্রচেষ্টায় দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে হয়েছে বিদ্যুতায়ন। ধারাবাহিক এ উন্নয়ন কর্মকান্ডের ফলে মাত্র দুই বছরের ব্যবধানেই পাল্টে গেছে নবীগঞ্জ-বাহুবলের সার্বিক চিত্র। এ অভিমত জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের। গত শনিবার এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর সাথে আলাপকালে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা জানান। তিনি আরো জানান, চলতি অর্থবছরেও নবীগঞ্জ-বাহুবলবাসীর জন্য নিয়ে এসেছেন ৬ কোটি টাকার বরাদ্ধ। এ বরাদ্ধ থেকে নবীগঞ্জ-বাহুবলে ওজওউচ এর মাধ্যমে বিভিন্ন সড়কের কাজ করা হবে। ...

শায়েস্তাগঞ্জের ৭ মেয়র প্রার্থী একসঙ্গে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধির : শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭ মেয়র প্রার্থী একসঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেছেন। রবিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাচাই অংশগ্রহণের আগে তারা একসঙ্গে ছবি তোলেন। সাত মেয়র প্রার্থীর মধ্যে বর্তমান মেয়র ফরিদ আহমেদ অলি (বিএনপি), মোঃ ছালেক মিয়া (আ’লীগ), খালেদা আক্তার (এনপিপি), স্বতন্ত্রপ্রার্থী হাজী আব্দুল মজিদ, আতাউর রহমান মাসুক, আব্দুর রকিব ও প্রভাষক জালাল উদ্দিন রুমী। উপজেলা নিবার্হী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী মেয়র প্রার্থীদের যাচাই বাছাইয়ের পর ৭ জনকেই বৈধ প্রার্থী ঘোষণা করেন। পরে উল্লেখিত ৭ প্রার্থী জনগণের প্রত্যাশা, কল্যাণে ঐক্যমত হয়ে সবাই একসঙ্গে কাজ করার একমত পোষন করেন।

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংর্ঘর্ষে আহত ৫

শায়েস্তাগঞ্জ প্রতিনিধির্ শায়েস্তাগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা (সিএনজি) সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যা সোয়া ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের দেউন্দি ক্রস রোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শায়েস্তাগঞ্জ থেকে যাত্রীবাহি অটোরিকশাটি ডেওয়া তলির উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি নামক স্থানটি ক্রস করার সময় নতুন ব্রীজ থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দিলে ট্রাক্টর ও অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে অটোরিকশাতে থাকা ৫ যাত্রী আহত হয়। ঘটনাস্থলে থাকা লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনার্সের ফলাফল সংশোধনের জন্য শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ আব্দুল হাকিমর: গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় বৃন্দাবন সরকারি কলেজের প্রধান ফটকের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স ৪র্থ বর্ষের ফলাফল সংশোধন করে পুনরায় প্রকাশ করার দাবিতে বৃন্দাবন সরকারি কলেজ শিক্ষার্থীরা। মীর মো. নূরুল হকের সভাপতিত্বে ও তানভীর আহমেদ চৌধুরী এর সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী- মো. আব্দুল হাকিম, সামরিনা নওশীন দীনা, মো. ইকবাল হোসাইন, জুনিয়া সুলতানা, তমাল কান্তি দাশ,শারমীন আক্তার,কমল বিশ্বাস,মোছাব্বির চৌধুরী প্রমুখ। সভায় বক্তাগন অতিদ্রুত ৪র্থ বর্ষের ফলাফল সংশোধন করে পুনরায় প্রকাশ করার দাবি জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি, অন্যথায় সমগ্র ছাত্র সমাজকে নিয়ে গণদূর্বার আন্দোলন গড়ে তুলাসহ দাবি আদায়ের জন্য কঠোর কর্মসূচি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তাগন। উল্লেখ্য, এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স ৪র্থ বর্ষের ফলাফল ...