Monthly Archives: September 2016

ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে আসছে ভারতীয় মাদক ॥ ধ্বংস হচ্ছে যুব সমাজ

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে আসা ভারতীয় মাদক নির্মুলে সরকারী-বেসরকারী প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হয়ে থাকলেও বন্ধ হচ্ছেনা মাদকের চোরাচালান। প্রশাসন ও সচেতন জনগনকে ফাঁকি দিয়ে নতুন মোড়কে আসছে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, কাশের সিরাপ ফেন্সিডিল। বর্তমান সময়ে যুবকদের কাছে ইয়াবা খুবই পছন্দের। এছাড়াও ফেন্সিডিলের আকাশ ছোঁয়া দামের বিপরীতে সম্প্রতি মাদকাসক্তদের মাঝে প্রিয় হয়ে উঠছে অধিকতর কমমূল্যের ভারতীয় সিরাপ কোরেক্স।  ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে ভারতীয় বিভিন্ন ধরণের মাদকদ্রব্য। এর মধ্যে আখাউড়া সীমান্ত এলাকা থেকে শুরু করে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকা পর্যন্ত প্রায় ৬৫কিলোমিটার দৈর্ঘ্যরে বাংলাদেশ ও ভারতীয় সীমান্ত এলাকার অধিকাংশ স্থলভাগ হওয়ায় এই পথ মাদক চোরাচালানীদের মসৃন রুটে পরিনত হয়েছে। ব্রাহ্মনবাড়ীয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ...

চুনারুঘাট উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

খন্দকার আলাউদ্দিন ॥ যদি আমার বাল্যবিবাহ হতো তাহলে আমি আজ জেলা প্রশাসক হতে পারতাম না। সারাদেশে ৯ জন মহিলা জেলা প্রশাসক রয়েছেন। নারীকে বাধা দিয়ে কখনও উন্নয়ন করা সম্ভব নয়। আসুন আমরা সকলে মিলে বাল্যবিবাহ বন্ধ করতে এক সাথে কাজ করি। আর যেন একটিও বাল্যবিবাহ দেখতে চাইনা চুনারুঘাটে। আজ থেকে আমি চুনারুঘাট উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করছি। উপরোক্ত কথাগুলো বলেছেন গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বাল্যবিবাহ ও আলোচনা সভায় প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সাবিনা আলম। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিলের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া ...

সৌদি প্রবাসী রফিকুল ইসলামের কন্যা তৃষ্ণা’র বিবাহ সম্পন্ন

চুনারুঘাট উপজেলার মিরাশী ইউপি আলোনিয়া গ্রামের বড়বাড়ীর আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের প্রথম কন্যা মোছাঃ কামরুন্নাহার তৃষ্ণা’র সাথে একই উপজেলার সাদেকপুর গ্রামের সাহেব বাড়ীর বাসিন্দা মোঃ কুটি মিয়া চৌধুরীর ছেলে মোঃ খাইরুজ্জামান চৌধুরীর পুলিশ কর্মকর্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গতকাল রোববার পৌর শহরের মুসলিম হলে এ বিবাহ অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, সিলেট রেঞ্জের ডিআইজি পত্নী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

হবিগঞ্জে ৫ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত

মামুন চৌধুরী ॥ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি ভাল সংবাদ জাতিকে অনেক কিছু উপহার দিতে পারে। এজন্য প্রয়োজন দক্ষ সাংবাদিকতা। আর দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি বলেন, হবিগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ প্রশাসনের সম্পর্ক আন্তরিকতার। প্রতিটি ক্ষেত্রেই দ্রুত নির্ভুল তথ্য সরবরাহে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে জাতিসংঘ ডেমোক্রেসি ফান্ডের সহযোগিতায় নিউজ নেটওয়ার্কের উদ্যোগে সাংবাদিকদের ৫ দিনব্যাপী গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ সাংবাদিক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালা সমন্বয়ক ও দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নিউজ নেটওয়ার্ক ...

সাপ্তাহিক ‘প্রথম সেবা’য় গিয়াস উদ্দিন লন্ডনীকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘প্রথম সেবা’র চুনারুঘাট কার্যালয়ে বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন লন্ডনীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে গিয়াস উদ্দিন লন্ডনীর আগমন উপলক্ষে প্রথম সেবা’র সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুল ইসলামসহ পত্রিকার কর্মরত সাংবাদিকবৃৃন্দ এ সংবর্ধনা প্রদান করেন। এ সময়  উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ, স্টাফ রিপোর্টার খন্দকার আলাউদ্দিন, কম্পিউটার অপারেটর আবুল কালাম, কম্পিউটার আইটি সুখদেব নাথ। এছাড়াও ছিলেন উপস্থিত কুতুবুল আউলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আছকির মিয়া, সবুজ মিয়া ও মীর সানু মিয়া প্রমুখ। উল্লেখ যে, লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন দীর্ঘ দিন লন্ডন থাকার পর দেশে ফিরে আসায় প্রথম সেবা পক্ষ থেকে তাকে এ ফুলেল ...

বানিয়াচঙ্গে কুখ্যাত ডাকাত সাহাবুল মিয়া গ্রেফতার

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে কুখ্যাত ডাকাত সাহাবুল মিয়া (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত সাহাবুল মিয়া বানিয়াচং উপজেলার পাহাড়পুর গ্রামের রমজান মিয়ার ছেলে। জানাযায়, রোববার দুপুরে গোপন সংবাদরে বিভিত্তে বিথঙ্গল পুলিশ ফাঁড়ি থানার এসআই মোঃ আবু আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বে একদল পুলিশ আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় সাহাবুল মিয়ার বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা ও ১টি অস্ত্র মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।

মাধবপুর-মনতলা সড়কের বেহাল দশা

হীরেশ ভট্টাচার্য্য হিরো ॥ মাধবপুর উপজেলার মাধবপুর-মনতলা সড়কটি যান চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ সড়কে অগণিত যাত্রী সাধারণকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাধবপুর থেকে মনতলা পর্যন্ত প্রায় ৮ কিঃমিঃ পাকা রাস্তা দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ার রাস্তার বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে রাস্তার পিছ উঠে গিয়ে খানা খন্দের সৃষ্টি হয়েছে। উপজেলার মৌজপুর বাজার সড়কে গর্তের সৃষ্টি হওয়ার ফলে ঝুঁকিপূর্নভাবে যানবাহন চলাচল করছে। স্থানীয় এলাকাবাসীরা জানান, মাধবপুর-মনতলা বাজার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এ রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এ কারণে প্রায়ই এ সড়কে দূর্ঘটনা ঘটছে। মিন্টু মিয়া নামে এক চালক বলেন, ভাঙ্গা রাস্তায় গাড়ী চালাতে গিয়ে যাত্রীদের যেমন কষ্ট হয় তেমনি ...

হবিগঞ্জে ইমামদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলার সকল উপজেলার কেন্দ্রীয় ঈদগাহের কমিটির নেতৃবৃন্দ ও খতিবদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার জয়দেরব কুমার ভদ্র। গত শনিবার সকালে পুলিশ সুপারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সকল ঈদের জামাতে স্বেচ্ছাসেবক রাখার আহবান জানান। পৌর কর্তৃপক্ষের বর্জ্য আবর্জনা পরিস্কার করার  সুবিধার্থে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে কোরবানীর ব্যবস্থা করা এবং ঈদের দিন বিকেলে ও পরদিন কোন গান বাজনা করা যাবেনা বলেও তিনি নির্দেশ দেন।পুলিশ সুপার বলেন, ঈদের দিন ও এর পর দিন অপ্রাপ্ত বয়স্ক যুবক লাইসেন্স ছাড়া মটর সাইকেল চালাতে পারবে না। ধর্মীয় বিষয়ে মতানৈক্য থাকলে তা নেতৃস্থানীয় ব্যক্তিদের সাতে আলোচনা করে বিষয়গুলি নিষ্পত্তির ব্যবস্থা ...

দারুল ইসলাম ফাজিল মাদ্রাসায় আলিম পরিক্ষায় জিপিএ-৫ কৃৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান নুর মোহাম্মদপুর দারুল ইসলাম রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রসায় এ বছর আলিম পরীক্ষার্থীয় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধণা প্রদান ও পীর সাহেব কেবলার হজ্ব গমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে ইসলামী ছাত্র সংসদের উদ্যোগে সভায় নুর মোহাম্মদপুর দরবার শরীফের পীর ও সৈয়দপুর কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আবু তাহের মোঃ ছালেহ উদ্দিনের সভাপতিত্বে ও পীরজাদা মাওলানা আল-আমিন ইসলাম যুক্তিবাদীর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মোহাম্মদ গিয়াস উদ্দিন লন্ডনী। এতে বক্তব্য রাখেন- ভারপ্র্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইউছুফ আলী, সেক্রেটারী মোঃ সফিকুল হক, প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান, শিক্ষক আতিকুল কবির, ছাত্র সংসদের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক ...

চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার শতভাগ সাফল্য

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার এবারো শতভাগ পাশের পাশাপাশি অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। ১১২ জন ছাত্র/ছাত্রী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ-প্লাসসহ শতভাগ পাশ করেছে। গত ২৪ আগষ্ট বৃহস্পতিবার কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে সারা দেশে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ফলাফল প্রকাশিত হয়। গত ২৪ জুন সারা দেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই ভাবে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারসহ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদিত হবিগঞ্জের ১৯টি প্রতিষ্ঠানের প্রায় ৭ শতাধিক ছাত্র/ছাত্রী হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ১১২জন ছাত্র/ছাত্রীই এ-প্লাস পেয়ে কৃতকার্য হয়েছে। কৃতকার্য শিক্ষার্থীরা হলো- দিপালী বাউরী (চন্ডিছড়া), ...

লিমন জিপিএ-৫ পেয়েছে

মোঃ সাখাওয়াত হোসেইন লিমন এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি পরিক্ষায় শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ-৫ অর্জন করে। লিমন চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবাড়িয়া গ্রামের মোঃ আব্দুস সহিদ ও মোছাঃ রুনু আক্তার চৌধুরী ছেলে। এ ফলাফলে কলেজের শিক্ষক/শিক্ষিকার নিকট তার মা-বাবা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। লিমন ভবিষ্যতে একজন ব্যাংকার হতে চায়।

চুনারুঘাটের কালেঙ্গায় প্রায় অর্ধশ নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউপির কালেঙ্গায় বিএনপি ও জাতীয় পার্টির প্রায় অর্ধশত নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় কালেঙ্গা বাজার ক্লাব অফিস প্রাঙ্গণে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড কালেঙ্গা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার হাজী বাহার মিয়ার সভাপতিত্বে যোগদান এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বর্তমান চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য স্থানীয় সাবেক মেম্বার সিরাজ মিয়া, উপজেলা যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক    (এরপর পৃষ্ঠা-৩) নূর আলী তালুকদার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ বাদল চক্রবর্তী, সহ-সভাপতি শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক কেশব চক্রবর্তী, ওয়ার্ড যুবলীগের সভাপতি ...

হবিগঞ্জ জেলা জুড়ে প্রাথমিকে শিক্ষক সংকট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে এ সংকট সবচেয়ে বেশি প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতে। হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে নিয়োগ পেলেও দ্রুত শিক্ষকরা সুবিধাজনক স্থানে বদলি হয়ে চলে যাওয়ার জন্য উদগ্রিব হয়ে ওঠেন। আর এ কারণেই মূলত ওই এলাকাগুলোর বিদ্যালয়ে শিক্ষক সংকট সৃষ্টি হয়। অপরদিকে উচ্চ আদালতে মামলার কারণে প্রধান শিক্ষক পদে যেমন পদোন্নতি দেয়া যাচ্ছে না, তেমনি সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগও দেয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে অনেক বিদ্যালয়ে প্যারা শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে। শুধু তাই নয়, শূন্য রয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং অতিরিক্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার পদও। এতে দাফতরিক কাজেও ঘটছে মারাতœক ব্যাঘাত। বানিয়াচং উপজেলার বিথঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমির ...

কালিশিরী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শিক্ষিত নয় সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান

এম এস জিলানী আখনজী ॥ শিক্ষা কার্যক্রমকে তরান্বিত করতে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম সৃষ্টি সরকারের অন্যতম প্রতিশ্র“তি। চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিশিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-মাল্টিমিডিয়া ক্লাস রুম ও শিশু শ্রেণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি (চুনারুঘাট-মাধবপুর) ৪ আসনের এমপি এডভোকেট মাহবুব আলী বলেছেন, শুধু শিক্ষিত হলে চলবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবা করার আহবান জানান তিনি। গত ৩ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে কালিশিরী বিদ্যালয়ে ২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে সিলেট বিভাগের মাঝে সবচেয়ে ব্যয়বহুল মনিটর স্কীন দিয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম ও শিশু শ্রেণীর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। প্রধান শিক্ষক মতিউর রহমান ও সহকারী শিক্ষক সুমন কান্তি দেব রায়ের সঞ্চালনায় এসএমসি সভাপতি মুজিবুর ...

হারিয়ে যাচ্ছে হবিগঞ্জের ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ি

শারমিন জাহান লিপি ॥ হারিয়ে যাচ্ছে হবিগঞ্জের হাতে ভাজা মুড়ি শিল্প। মুুড়ি তৈরীর কারিগরদের অস্থিত্ব সংকটে পড়েছে। যে কোন সময় বিলীন হয়ে যেতে পারে এ পেশার জড়িত জনগোষ্ঠি। ঋন করে নিজেদের অস্থিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে লোকসানে পড়ে তারা ক্রমান্বয়ে ঋনের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছে। ফলে অনেকেই এখন পথে বসার উপক্রম। সরকারি উদ্যোগ না থাকায় এ শিল্প ধ্বংসের মূল কারণ বলে মনে করছেন অনেকেই। মেশিনের মুড়ির দাপটে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ি। বেকার হয়ে পড়েছেন হবিগঞ্জে হাতে ভাজা মুড়ির ব্যবসার সাথে সংশিষ্ট লোকজন। কয়েক বছর আগেও জেলার বিভিন্ন উপজেলার সহস্রাধিক পরিবার সারা বছর মুড়ি বিক্রি করে সংসার চালাতেন। শীতের আগমন বার্তার আগেই গ্রামগুলোতে মানুষের ব্যস্ততা বেড়ে যেতো। স্থানীয় ...

চুনারুঘাটে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন কর্মসূচি বিষয়ে উপজেলায় এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে এবং ব্র্যাকের উদ্যোগে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।ব্র্যাকের ওয়াস কর্মসূচির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফিরুজ ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিষেশ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাটের ব্র্যাক ম্যানেজার মোঃ ফজলুল হক, মাধবপুর উপজেলার ব্র্যাকের প্রোগ্রামস অর্গানাইজার মোঃ ফরহাদ আলী, চুনারুঘাটের ব্র্যাকের প্রোগ্রামস অর্গানাইজার ধিরেশ চন্দ্র চক্রবর্তী, মাঠ কর্মী স্বপন ...

হবিগঞ্জে পুলিশের সেল গঠন এ মাসে কাজ শুরু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ, নারীর প্রতি সহিংস আচরনের সমাধান ও আইনী পদক্ষেপে সহায়তা প্রদানসহ নানা বিষয় মোকাবেলায় হবিগঞ্জে একটি সমন্বয় সেল গঠন করেছে পুলিশ প্রশাসন। গত শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক জরুরী প্রেস ব্রিফিংয়ে এই সেল গঠনের আনুষ্ঠানিক ঘোষনা দেন এসপি জয় দেব কুমার ভদ্র। জেলা পুলিশের মহিলা সদস্যদের নিয়ে গঠিত এই সেলের সার্বিক কার্যক্রম বাস্তবায়নে জেলায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থা, ব্র্যাক, জেলা জাতীয় মহিলা সংস্থা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরও কাজ করবে। গত ১ সেপ্টেম্বর থেকে এই সেল কাজ শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি মোঃ শামস্, এএসপি হেড কোর্য়াটার সুদীপ্ত রায়, এএসপি সাজিদুর রহমান প্রমুখ। এসপি জয় দেব জানান, চলতি মাসে ...

ছফিনা-নুর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে ছফিনা-নূর ফাউন্ডেশনের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে ছফিনা-নুর ফাউন্ডেশনের সভাপতি আমিন আলী মাষ্টারের সভাপতিত্বে ও মিরাশী ইউপি আওয়ামীলীগের সেক্রেটারি আবদুস ছামাদ আজাদ মাষ্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সাংসদ এডঃ মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেন জিতু, সাংগঠনিক সম্পাদক সজল দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, নরপতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ...