প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

চুনারুঘাটে টি২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে টি২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরের ডিসিপি হাই স্কুল মাঠে দুরন্ত চুনারুঘাট ক্রিকেট একাডেমীর উদ্যোগে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, সুপ্রীম কোর্টের আইনজীবী ও ‘ধামালি, চুনারুঘাট’ এর সভাপতি মোস্তাক আহাম্মদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, কাউন্সিলর তাজুল ইসলাম কাজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল। এতে অন্যান্যের ...

জমির আইল কাটা নিয়ে প্রতিপক্ষরা লাঠি দিয়ে পিটিয়েছে আরজু মিয়াকে

স্টাফ রিপোটার ॥ জমির আইল কাটতে বাধা দেয়া ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সবুজ তরফদার এর কাছে বিচার দেয়ার কারনে প্রতিপক্ষরা আরজু মিয়া (৫০) নামে এক ব্যাক্তিকে রক্তাক্ত জখম করেছে। তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার পঞ্চাশ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আরজু মিয়া বাড়ির পুকুরের কোনায় প্রায় ৩০/৩৫ বছর পূর্বের সীমানা কুটি রয়েছে। সম্প্রতি একই এলাকার সফিক মিয়া, বাছির মিয়া, তাদের পুকুরের পাড় কেটে ২ ফুট জমি নিয়ে যায়। এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সবুজ তরফদারকে জানিয়ে বাড়িতে আসার পথে উল্লেখিত রাস্তায় আরজু মিয়াকে পতিরোধ করে মারধোর করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইউপি সদস্যরা বিষয়টি শালিশে মীমাংসার চেষ্টা করছেন।

মাদকসেবীকে কাজে আসতে বারণ করায় গৃহকর্তাকে ছুরিকাঘাত

আকরামুল ইসলাম ॥ মাদকসেবী দিনমজুরের ছুরিকাঘাতে গৃহকর্তা রঙ্গু মিয়া (৫০) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানা যায়, গত বুধবার সকাল ৯টায় চুনারুঘাট উপজেলার বড়াব্দা মুন্সি বাড়িতে রঙ্গু মিয়ার বসত ঘরে কাঠ মেস্তরী হিসেবে কাজ করতে আসেন একই এলাকার আঃ মমিনের ছেলে রাজন মিয়া। এ সময় সে মারাত্মকভাবে গাজা আসক্ত ছিল। কথা বলতে পারছিলনা। মাদকাসক্ত অবস্থায় রদু মিয়া কাজে আসতে মানা করায় তাৎক্ষনিকভাবে সে কোমরে রাখা ছুরি দিয়ে রদু মিয়াকে  ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।

প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে

নুর উদ্দিন সুমন ॥ গতকাল ২৫তম আন্তর্জাতিক এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক এ দিবসটির এবারের  প্রতিপাদ্য নির্ধারণ ছিল ‘এ্যাচিভিং সেভেনটিন গোলস ফর দ্য ফিউচার উই ওয়ান্ট’ অর্থাৎ ‘টেকসই ‘ভবিষ্যত গড়ি, ১৭ লক্ষ্য অর্জন করি।’ এ প্রতিপাদ্য যেমন এসডিজি লক্ষ্য অর্জনে, তেমনি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত বিশ্ব নির্মাণে ভূমিকা রাখবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। উন্নয়নের মূল ধারায় প্রতিবন্ধীদের একীভূতকরণ এবং ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে। উল্লেখ্য, সমাজকল্যাণ অধিদপ্তর সম্প্রতি সারাদেশে জরিপ চালিয়ে ১৫ লাখেরও বেশী বিভিন্ন ধরণের প্রতিবন্ধী মানুষ শনাক্ত করেছে। তাদের ...

চুনারুঘাটে মায়ানমারের মুসলিম গণহত্যা বন্ধ ও হবিগঞ্জের মসজিদে আগুন দেয়ার প্রতিবাদে মনববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ ও হবিগঞ্জে কয়েকটি মসজিদে আগুন দিয়ে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর তীব্র প্রতিবাদ এবং দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়ে গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইশা ছাত্র আন্দোলন চুনারুঘাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহপুর মাদরাসার মুহতামিম মাওলানা আজিজুল হক শাইলগাছী, ফয়েজে মদিনা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ূম, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আজিজুর রহমান প্রমুখ। বক্তাগণ মায়ানমারে সংগঠিত রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন এবং গণহত্য বন্ধে সরকারিভাবে উদ্যোগ নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান। অপরদিকে হবিগঞ্জে কয়েকটি মসজিদে আগুন ...

অলিপুর রেল ক্রসিংয়ে গুন্টিঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

স্টাপ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর লেভেল রেল ক্রসিং দিয়ে প্রতিদিন মারাত্মক ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছোট বড় শত শত যানবাহন। ফলে প্রায়ই ঘটে এখানে দুর্ঘটনা। একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে এ রেল ক্রসিংয়ে। সাটিয়াজুরি, নসরতপুর, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী, অলিপুর, ওয়্যাপদা ও শাহপুরসহ এসব লেবেল ক্রসিংয়েও একই রকম ঘটনা ঘটছে। এর জন্য সরকার এসব স্থানে নির্মান করেছে গুন্টিঘর। গেইটম্যান থাকা ও অন্যান্য কাজের জন্য হবিগঞ্জের অর্ধশত লেবেল ক্রসিংয়ে গুন্টিঘর নির্মাণ হচ্ছে। কিন্তু এ গুন্টিঘর নির্মাণে চলছে অনিয়ম। ইট লাগানো হয়েছে ৫ নম্বর ও ৬ নম্বর। যে কারণে গুন্টিঘর ভেঙ্গে যেতে পারে। সূত্র জানায়, এখানে একটি গুন্টিঘর নির্মাণে ১০ লাখ টাকার স্থলে ব্যয় হচ্ছে প্রায় ২/৩ লাখ টাকা। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ ...

হবিগঞ্জের পইল গ্রামে অগ্নিকান্ড

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর পইল গ্রামে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, উল্লেখিত সময়ে ওই গ্রামের তৃপ্তি রানীর বাড়িতে আকষ্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে ঘরের আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার স্টেশনের টিম লিডার আবু তাহেরের নেতৃত্বে একদল ফায়ার কর্মী ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।

জিকে গউছ ও মিজান চৌধুরীর মুক্তির দাবীতে কদমতলীতে যুবদলের প্রতিবাদ সভা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির কেন্দ্রীয় সমবায় সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর মুক্তির দাবীতে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেল ৪টায় শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কদমতলী পশ্চিম বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ দুলাল মিয়া তালুকদার ও সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্মসম্পাদক মোঃ আক্তার আলী। এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, শায়েস্তাগঞ্জ ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ ...

জন্ম বার্ষিকী

গত শুক্রবার রাত ৯টায় চুনারুঘাট উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী বিধান পালের ৫০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উত্তর বাজারস্থ মুসলিম হলে কেক কাটার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চুনারুঘাটের পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, উপজেলা যুবলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান টিপু, ব্যবসায়ী মোনায়েম, জাহাঙ্গীর, প্রমুখ।

চুনারুঘাটের রাণীগাঁও বাজারে বিদ্যুৎ উদ্বোধন

রাণীগাঁও প্রতিনিধি ॥ চুনারুঘাটের রাণীগাঁও বাজারে গত শুক্রবার বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাটিয়াজুরি ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান নুরুল মনিম চৌধুরী ফারুক, ২নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা আওয়ামীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, পৌর আওয়ামীলীগের সেক্রেটারি তাহের মহালদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ। প্রধান অতিথি এডভোকেট মাহবুব আলী বলেন, ২০১৮ইং সালের মধ্যে চুনারুঘাট উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।

নভেম্বরে বাল্যবিবাহের শিকার ১০ জন

প্রথম সেবা রিপোর্ট ॥ বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, নভেম্বর মাসে ৮৮টি ধর্ষণের ঘটনাসহ ৩৮২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। মাসটিতে বাল্যবিবাহের শিকার হয়েছে ১০ জন। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য দিয়েছে সংগঠনটি। গত বৃহস্পতিবার মহিলা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, নভেম্বর মাসে ৮৮টি ধর্ষণের ঘটনার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৫ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫ জনকে। মাসটিতে অ্যাসিডদগ্ধ হয়েছে ৩ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ৬টি। বিভিন্ন কারণে ৫৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে মাসটিতে। ১১ জন গৃহপরিচারিকাকে নির্যাতন করা হয়েছে, এদের মধ্যে হত্যা করা হয়েছে ৪ জনকে। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার ...

জেলার অনেক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হবিগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো

হবিগঞ্জ প্রতিনিধি ॥ এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো জেলার অনেক সমস্যা সমাধানে এবং উন্নয়নের চিত্র জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে প্রশাসন বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিতে পারছে। তিনি বলেন, ফজলুর রহমানের সম্পাদনায় প্রকাশিত দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকাটি শুরু থেকেই নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশ করে আসছে। এতে পত্রিকাটি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। জেলার উন্নয়ন কর্মকান্ড, সম্ভাবনা, বিনোদন ও সাহিত্যসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব সহকারে পত্রিকায় সংবাদ প্রকাশ করার জন্য তিনি সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখাসহ জঙ্গিবাদ দমনে সকলকে সতর্ক থাকতেও তিনি আহ্বান জানান। গত বৃহস্পতিবার বাদ মাগরিব দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার নতুন অফিস ...

বানিয়াচংয়ে বিষপানে কিশোরের আত্মহত্যা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে লালমিয়া (১৬) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাত ২টায় পারিবারিক  কলহের জের ধরে বিষপান করে চটপট করতে থাকে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার সময় মৃত্যু বরণ  করে। নিহত লাল মিয়া দৌলতপুর গ্রামের মন্তাজ মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করে সদর থানার এস,আই মির্জা বলেন লাশের সুরত হাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। মর্গের রিপোর্ট পেলে আত্মহত্যার প্রকৃত কারন জানা যাবে।

হবিগঞ্জে বিশেষ অভিযানে আটক ৬

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, শহরের ইনাতাবাদ গ্রামের রাকেশ দেবের পুত্র রনজু দেব ও তার ভাই কায়স্থ দেব, শফিক মিয়ার পুত্র হারুন মিয়া, আক্কাস মিয়ার পুত্র জুয়েল মিয়া ও মতিন মিয়ার পুত্র দিলু মিয়া। গত শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ জানায়, সন্দেহজনক ঘুরাফেরাসহ বিভিন্ন অভিযোগে তাদেরকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে ওসি ইয়াছিনুল হক জানান।

মিয়ানমারে মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ফতেহপুরে প্রতিবাদ সভা

বাহুবল প্রতিনিধি ॥ মিয়ানমারের রাখাইন প্রদেশ মুসলমানদের উপর হত্যা ও নির্যাতন বন্ধে জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর বাজারে হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদের সভাপতিত্বে ও মাওলানা শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাহুবল জামিয়া কাসিমুল উলুম মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, পুটিজুরী মাদরাসার মুহতামিম কামরুল ইসলাম, সাবেক মেম্বার মোহাম্মদ আলী আমিনী, হাফেজ ক্বারী জিয়াউর রহামন তালুকদার, উপজেলা ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী, যুগ্ম-সম্পাদক মাওলানা আফসার উদ্দিন, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি লুৎফুর রহমান, মাওলানা আব্দুল মজিদ, কাজী মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ ক্বারী মাওলানা আবুল খায়ের সিদ্দিক প্রমুখ। সভায় বক্তারা বলেন, মুলসমান রোহিঙ্গাদের ওপর পৈশাচিক হামলার ...

কিবরিয়া হত্যা মামলায় জিকে গউছের জামিন

নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর সাময়িক বরখাস্তকৃত মেয়র আলহাজ্ব জিকে গউছকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবি খন্দকার মাহবুব হোসেন ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ। এর পূর্বে চলতি বছরের ২৮ ফেব্র“য়ারী এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট জিকে গউছকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বৃহস্পতিবার তাকে জামিন দেন হাইকোর্ট। এদিকে জিকে গউছের জামিনের ...

হবিগঞ্জে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক আটক

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকা থেকে মহুয়া ফাতেমা আখি (১৫) নামের এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার গভির রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের পৌর মার্কেট এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত মাসুদ রানা (২১) কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চরমৌলমারী গ্রামের মোঃ কবির হোসেনের পুত্র। সে হবিগঞ্জ চৌধুরী বাজার এলাকার আরএফএল বাজার পান্না স্টোরের সেলসম্যান হিসাবে কাজ করে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, গত ২৪ অক্টোবর রাতে শহরের নাতিরারাদ এলাকার মোঃ ফজলুল হক খানের স্কুল পড়ুয়া কন্যা মহুয়া ফাতেমা আখি মাসুদ রানা ও তার সহযোগিরা অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে আখির পিতা শুক্রবার সন্ধায় মোঃ মাসুদ রানাকে ...

জাতিসংঘ এ বিষয়ে যা বলছে তা যেন দায় সারার কথা ॥ রোহিঙ্গারাও বাঁচতে চায় তাদেরও বাঁচার অধিকার আছে

রায়হান আহমেদ ॥ দুনিয়া আজব জায়গা। এখানে সুযোগের সদ্ব্যবহার করতে কেউ কৃপনতা করে না। স্বার্থের পর্যায়টি সম্পূর্ণ করতে মানুষ অমানবিক কর্মটি করতেও দ্বিধাবোধ করে না। সব জায়গায়, সব সময় ধর্মে, কর্মে, বর্ণে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের ঘাড়ে চেঁপে বসে রক্ত চুষার চক্র বাঁধতে মত্ত থাকে। ঠিক রূপকথার রাক্ষাস-খোক্ষসের মতো। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মোহাম্মদ (সাঃ) বলেছিলেন, ‘পৃথিবী ধ্বংস হওয়ার লীলা নিকটে আসবে, যখন অযোগ্য মানুষ রাষ্ট্রের প্রধান হবে, যখন মানুষের মধ্যে মানবতাবোধ, মূল্যবোধ, সৌজন্যবোধ বিলুপ্তের পথে হাঁটবে।’ বর্তমান বিশ্বের কী পরিস্থিতি তা আজ আয়নার প্রতিচ্ছবির মতো আমাদের চোখের সামনে দৃশ্যমান। এসব প্রতিচ্ছবি ধ্বংস লীলারই স্বরূপ। মানবতা কতো নীচে নামলে নির্বিচারে নির্দোষ মানুষদের নৃশংসভাবে হত্যা করা যায়? কতটুকু অশ্র“ বিসর্জন করলে হারানোর বেদনা ...