চুনারুঘাটে আ’লীগ সভাপতি আকবর হোসেন পিপিকে বাদ দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান ॥ তৃনমুল নেতাকর্মীদের বিক্ষোভ

মিরাশী প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা আওমীলীগের সভাপতি পিপি এম আকবর হোসেন জিতু কে পাশ কাটিয়ে ১০নং মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে আওমীলীগ, অঙ্গসংঠনের তৃনমুল নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠে। স্থানীয় এমপি এড: মাহবুব আলীর সামনেই তৃনমুল নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠে। অনুষ্ঠান স্থলের পাশ্ববর্তী স্থানে প্রতিবাদ সভা করে। ফলে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেকায়দায় পড়ে যায়। তাহা প্রতিবাদকারী লোকজনকে শান্ত হওয়ার জন্য অনরোধ জানায়। প্রতিবাদকারীরা এম পি মাহবুব আলীর কাছে সভাপতিকে দাওয়াত না দেয়ার কারণ জানতে চায়। প্রতিবাদকারী বক্তাগণ বলেন যে, পি.পি এড এম আকবর হোসেইন জিতু উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি। তিনি গনতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বিপুল ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের নিকট তিনি অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। সাবেক এম পি সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ এর মাধ্যমে তিনি চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে খোয়াই নদীর পূর্বাঞ্চলে প্রভূত উন্নয়ন সাধন করেন। খোয়াই স্টেডিয়াম, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়, আদমপুর গাউছিয়া দাখিল মাদ্রাসা, নালমূখ কুষি ব্যাংক, রাকীর আশ্রায়ণ, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ এর নতুন ভবন তারই ঐকান্তিক প্রচেষ্টার ফসল। নেতাকর্মীদের দুর্দিনে ও আপদ বিপদে তিনি আইনি সহায়তা করে আসছেন বিধায় দলীয়ভাবে তার গ্রহণযোগ্যতা অত্যাধিক। বিক্ষুব্ধ নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করে বলেন বিষয়টি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য এড মাহবুব আলীকে অবগত করার পরও তিনি তাহা গুরুত্ব সহকারে আমলে না নিয়ে একতরফাভাবে জেনে শুনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেছেন। ফলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে যা কোন ভাবেই কাম্য নয়। এভাবে দলের ত্যাগী নেতাকর্মীদের পাশ কাটিয়ে মিটিং করা হলে দলীয় কোন্দল দিন দিন বৃদ্ধি পেয়ে আওয়ামীলীগ এর মধ্যে ভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হতে পারে। এ ব্যাপারে সভাপতি ও পি.পি এড এম আকবর হোসেইন জিতুর সহিত ফোনে জানতে চাওয়্া হলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, সভাপতি হিসেবে উপজেলা নির্বাচন আমাকে করার কথা ছিল। আমি নিজে নির্বাচন না করে দলের খাতিরে ত্যাগ ও মহত্বের পরিচয় দিয়েছি। এরপরও আমাকে দলীয়ভাবে হেয় প্রতিপন্ন ও মায়নাস করার জন্য গভীর চক্রান্ত করা হচ্ছে। আমি কারো বিরুদ্ধে কোন অভিযোগ করতে চাইনা। গত সংসদ নির্বাচনে আমি হবিগঞ্জ ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে নমিনেশন চেয়েছি। সম্ভবতঃ এটাই আমার জন্য অশনি সংকেত।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *