র‌্যাব পরিচয় দিয়ে জামে মসজিদ খতিবের ৭৫ হাজার টাকা লুট অজ্ঞান অবস্থায় অলিপুর রেল গেইট এলাকা থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব, পুলিশের বিশেষ শাখার সদস্য ডিবি পরিচয়ে জিম্মি করে টাকা লুটের ঘটনা বেড়েই চলছে। গত ৬ মাসে চুনারুঘাটের বিভিন্ন স্থানে ১০টিরও অধিক লুটের ঘটনা ঘটেছে। স্থানীয় জনতা কোন কোন ক্ষেত্রে অপহরণকারীদের পোষাক পরিহিত অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও অধিকাংশ ঘটনাই রয়েছে আড়ালে। কিন্তু কারা কোথা থেকে অদৃশ্যভাবে গাড়ি সহকারে এসে এরকম লুটের ঘটনা ঘটায় তা র‌্যাব ও পুলিশ বাহিনী কেউই খোঁজ নিয়ে দেখছেন না। এ অবস্থা চলতে থাকলে যে কোন সময় মারাত্মক ঘটনা অপহরণ ও লুটের ঘটনায় প্রাণ হানীর মত ঘটনা ঘটতে পারে। গত বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার দক্ষিন নরপতি গ্রামের তালুকদার বাড়ীর জামে মসজিদের খতিব হাফেজ মোঃ কাইয়ুমকে র‌্যাবের পোষাক পরিহিত অবস্থায় ১টি হাইয়েক্স গাড়ী দিয়ে নোমান নগর নামক স্থানে অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ হাজার টাকা চিনিয়ে নিয়ে গেছে দূরবৃত্তরা। পরে অপহরণকারীরা হাফেজ মাওলানা কাইয়ূমকে শায়েস্তাগঞ্জ অলিপুর গেইটের আশপাশে চোখ বাধা অবস্থায় ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায় জনমনে মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ধরনের র‌্যাব পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনা দিনদিন বেড়েই চলেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *