৪ কোটি টাকার রাজস্ব ফাঁিকর আশংকা সুতাং নদী থেকে লিজের মেয়াদ শেষে বালু উত্তোলনের মহোৎসব

স্টাফ রিপোর্টার ॥ ৪ কোটি ৩৭ লাখ টকার রাজস্ব ফাকিঁ দিয়ে চুনারুঘাটের পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া সুতাং নদী থেকে একটি প্রভাবশালী রাজনৈতিক চক্র অবাধে বালু উত্তোলণ করছে। বালু উত্তোলণকারীরা কোন বাধা মানছে না। ৩০ চৈত্র সন পর্যন্ত বালু উত্তোলণের জন্য লিজ দেয়া হয় কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে রাজনৈতিক দলের ছত্র ছায়ায় অবাধে কোন প্রকার নিয়মনীতি তোয়াক্কা না করে বালু উত্তোলণের মহোৎসব চলছে। ফলে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হারিয়ে যাচ্ছে। জানাযায়, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের সুতাং নদীর ক ও খ অংশ যথাক্রমে বদরগাজী, মহিমাউড়া, লালচান্দ, আব্দুল্লাহপুর, পঞ্চাশ সহ কয়েকটি এলাকায় বালু উত্তোলণের জন্য সরকারি ভাবে লিজ দেয়া হয়। বাংলা সনের ৩০ চৈত্র লিজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ১ বছরের জন্য সরকারি ভাবে ৪ কোটি ৩৭ লাখ টাকা দরপত্র আহ্বানের প্রস্তুতি নেয়া হয় কিন্তু এ সুযোগে সুবিধাভোগীরা রাত দিন অবাধে বালু উত্তোলণ করে সুতাং নদীকে বালু শূন্য করে ফেলেছে। ফলে আদৌ সরকারি মূল্যে লিজ দেয়া সম্ভব হবে কি না প্রশ্ন উঠেছে। সরকারি কোষাগারে কোটি কোটি টাকার রাজস্ব তুলতে হলে এখনই অবৈধ বালু উত্তোলণ বন্ধ করার জন্য দাবী জানানো হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *