চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভূক্ত প্রতিষ্ঠান ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার এর বার্ষিক শিক্ষা সফর গত শনিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ১২০ জন ছাত্র-ছাত্রী ছাড়াও এ শিক্ষা সফরে সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও অভিভাবক অংশ নেন। সকাল ১০টায় রওয়ানা হয়ে শাহজিবাজার স্যুটিং স্পট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রাবার বাগান, গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এরপর কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এম.এ মতিন চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সহকারী পরিচালক মোঃ আল-আমিন হোসেন, ইনস্ট্রাক্টর মোছাঃ খাদিজা আক্তার, ইনস্ট্রাক্টর আফজাল হোসেন, সেনা সদস্য মোঃ মামুনুর রশীদ, কম্পিউটার অপারেটর জেসমিন সুলতানা, তামিম হোসেন, মনির হোসেন, অঙ্কুর বিশ্বাস সহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষে সার্বিক সহযোগিতা করে মোঃ মোশাহিদ আলী, তুহিন মিয়া মিটু, মোঃ আবু তাহের, মোঃ এনামুল হক, মোঃ নজরুল ইসলাম, মোস্তফা কামাল, ইফতেখার আলম জীবন, সাহেদ আলী সাগর, মঈন উদ্দিন সুমন, সুবন মিয়া, মিজান মিয়া, হেলাল মিয়া প্রমূখ। কবিতা আবৃত্তি, কৌতুক, একক অভিনয়, গান, উপস্থিত বক্তৃতাসহ নানা প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। পরে আকষর্ণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চুনারুঘাট ইকরা কম্পিউটারটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাসসহ শতভাগ পাশ করে সিলেট বিভাগে র্শীষে রয়েছে। প্রতি বছর এ প্রতিষ্ঠানের উদ্যোগে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা সফরে নিয়ে তথ্য প্রযুক্তি বিষয়ক বাস্তব ধারণা দেয়া হয়। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতি কর্ম সংস্থানের সুযোগ লাভ করছে। উক্ত প্রতিষ্ঠানটি গত ২৭ ও ২৮ এপ্রিল অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে ও চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল মেলায় অংশ নিয়ে ২য় স্থান অর্জন করেছে। ইতিপূর্বে হবিগঞ্জের জেলা প্রশাসক ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভাগীয় কর্মকর্তা, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিদর্শন করে সার্বিক বিষয়ে প্রশংসাও করেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *