শিশুশ্রম বন্ধ হবে কি?

মোঃ আল বেলাল রিপন ॥ স্কুলে না দিয়ে শিশুদের পাঠানো হচ্ছে কর্মের সন্ধানে। যে বয়সে বই খাতা হাতে স্কুলে পড়া ও খেলাধুলায় হাসি-আনন্দে জীবন কাটানোর কথা, সে বয়সে শিশুর হাতে ড্রিল মেশিন, গ্যাস বার্নার এর মত ভারী ও বিপদজনক যন্ত্রপাতি এবং ঝুকছে ধূমপান ও মাদকের দিকে। দেশের অবহেলিত জনপদের এ চিত্র ভয়াবহ রূপ নিচ্ছে। শিক্ষার হার বৃদ্ধির কথায় সংশ্লিষ্ট মহল তৃপ্তির ঢেকোর তুললেও বাস্তবে এ চিত্র ভয়াবহ। যেন “কাজীর কিতাবে লিপিবদ্ধ থাকলেও গোয়াল শূন্য”। স্কুলে যাওয়ার বয়সের শিশুদের এখন পাঠানো হচ্ছে কর্মের সদ্ধানে। অস্বচ্ছল ও অসচেতন অভিভাবক তাদের শিশুদের অর্থ রোজগারের জন্য প্রতিদিন সকালেই তাদের বাড়ি থেকে বের করে দেয়। প্রকাশ্য দিবালোকে এসব শিশুরা স্কুলে না গিয়ে নানা স্পটে ঘুরে বেড়লেও কেও তাদের খোঁজ নিচ্ছে না। জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকতারা রয়েছেন এ ব্যাপারে উদাসীন। অথচ বৃহৎ এ জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে কখনও দেশের সামষ্টিক উন্নয়ন সম্ভব নয়। এ কথাটি রাষ্ট্রের উপর মহল থেকে দায়িত্বশীল সকলেরই বক্তব্য, বিবৃতিতে তা উল্লেখ করলেও বাস্তবে কাজ হচ্ছেনা কিছুই। হবিগঞ্জ জেলার অবহেলিত ভাটি অঞ্চল মাধবপুরসহ একটি ব্যাপক এলাকার অধিকাংশ শিশু স্কুলে না গিয়ে যত্রতত্র ঘুরে সময় অতিবাহিত করছে। দারিদ্রতা ও অভিভাবকদের অসচেতনার কারণে তা আশষ্কাজনকভাবে বেড়েই চলছে। প্রতিদিন ভোর হতে না হতেই ঘুম থেকে উঠে অবহেলিত এসব শিশু হাত-মুখ না ধুয়েই চলে আসে কর্মের সন্ধানে। নাস্তা-পানি না খেয়ে এ শিশুরা অধিকাংশই ধূমপানের মাধ্যমে তাদের কর্ম শুরু করে। শুধু তাই নয়, তাদের একটি উল্লেখযোগ্য অংশ এখন মাদকের দিকে অগ্রসর হচ্ছে। গত শনিবার সকাল ১০টায় মাধবপুরের মিরনগরের কয়েকটি শিশু প্রকাশ্যে ধূমপান করছিল। কেন স্কুলে না গিয়ে এখানে এসে ধূমপান করছে এ প্রশ্ন করলে শিশুরা অট্রহাসিতে ফেটে পরে। ধূমপানের কুফল তাদের জানা নেই। গতকাল মঙ্গলবার মাধবপুর বাজরের এক দোকান থেকে ১২ বছরের এক শিশু “ভিয়ার” নামের একটি ড্রিংক কিনে নিচ্ছিল। কার জন্য এ ড্রিংক নিচ্ছে তা জানতে চাইলে সে নিজেই পান করবে বলে জানায়। জানা যায়, কোমল পানীয়ের নামে এসব ড্রিংকে মাদক ও যৌন উওেজক পদার্থ রয়েছে। যে কারণে উঠতি বয়সের যুবকরা এর দিকে ঝুকছে। সাথে সাথে অবহেলিত এসব শিশুদের একটি অংশ তা পান করছে। ধূমাপান ও মাদকের অর্থ জোগার করতে কোন কোন শিশু চুরি, ছিনতাইয়ে নিয়োজিত হচ্ছে। মাধবপুরসহ ভাটি অঞ্চলের অবহেলিত শিশুরা বিভিন্ন দোকানে ও বিভিন্ন হাটবাজারে মানুষের খুচরা কাজ করে থাকে। প্রতিদিন ২০/৩০ টাকা থেকে শুরু করে ৫০ টাকাও আয় করে এরা। এর মাঝে ১০/২০ টাকা ধূমপান ও নানা পানিয় পান করে থাকে। আয় না হলেই ঘটে বিপত্তি। তখন খুজতে থাকে অন্ধকারের পথ। যদিও বাংলাদেশ শিশু আইন-১৯৭৪ এর ৩৯নং আইন অনুযায়ী ১৬ বছরের কম বয়সীদের শিশু বলে আখ্যায়িত করা হয়েছে এবং ৪৪নং ধারাতে শিশুশ্রম এর দন্ড সর্বোচ্চ ২ বছর কারাদ্ধ এর বিধান রয়েছে। কিন্তু নেই তার প্রয়োগ। আর জীবন যুদ্ধের যে তাগিদে এই শিশুদের বই খাতা ছেড়ে রুজি-রোজগার এর পথ বেছে নিতে হয়, সেই দারিদ্রতা নিরসনে নেই সরকারী, বেসরকারী তেমন কোন যুগোপযোগী উদ্যোগ। আর তাই আমাদের বাংলাদেশসহ তৃত্বীয় বিশ্বের দেশগুলোতে শিশুশ্রম এর মত এরূপ নির্মম দৃশ্য দেখা যায় অহরহ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *