চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে এসব শিক্ষার্থীরা এ সনদপত্র অর্জন করে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এক অনারম্ভড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ ফারুক উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামছুল হক, ২নং আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিদ্যুৎ পাল, প্রধান শিক্ষক দেবেশ ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব এম.এ মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, কাজী গোলাম মর্তুজা, মাস্টার আব্দুস সামাদ আজাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ তরফদার, এস.আর রুবেল মিয়া, মোঃ আলাউদ্দিন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বি.এম সৈয়দ মাহফুজুর রহমান, ব্রাইট স্টার স্কুলের পরিচালক আব্দুল মান্নান, আকবর মাস্টার একাডেমীর অধ্যক্ষ কে.এম আকছির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকরা কম্পিউটারের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন বাচ্চু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ আল-আমিন হোসেন, ইন্সট্রাক্টর মোঃ আফজাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম জুয়েল ও ছাত্রছাত্রীদের পক্ষে নাসির উদ্দিন, সামছুদ্দিন ও শামীমা আক্তার প্রমূখ। মানপত্র পাঠ করে শিক্ষার্থী তাসলিমা আক্তার বৃষ্টি। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, বর্তমান যুগে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। প্রধান মন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ভিশন ২১ বাস্তবায়ন ও বাংলাদেশকে ডিজিটাল হিসেবে রূপান্তর করতে হলে প্রত্যেকেরই কম্পিউটার বিষয়ে জোর দেয়া দরকার। তিনি ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে অবশ্যই কম্পিউটার শিক্ষার উপর নজর দিতে হবে। তিনি ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্বিক পাঠদানের প্রশংসা করে বলেন এ প্রতিষ্ঠানটি চুনারুঘাটে শিক্ষিত যুবক যুবতীদেরকে আত্ম কর্মসংস্থানের সুযোগ লাভ করে দিচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশহুদুল কবীর বলেন শিক্ষার্থীদেরকে শুধু গতানুগতিক ধারায় কম্পিউটার প্রশিক্ষন নিলেই হবে না, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার। উল্লেখ্য, চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাসসহ শতভাগ পাশ আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতি কর্ম সংস্থানের সুযোগ লাভ করছে। ইতিপূর্বে হবিগঞ্জের জেলা প্রশাসক, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিদর্শন করে সার্বিক বিষয়ে প্রশংসাও করেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *