নানা সমস্যায় জর্জড়িত তেলিয়াপাড়া রেল ষ্টেশন

ওমর ফারুক, মাধবপুর ॥ মাধবপুর উপজেলার আখাউড়া-সিলেট রেল সেকশনের তেলিয়াপাড়া রেল ষ্টেশনটি নানা সমস্যায় জর্জড়িত। ট্রেন থামে যাত্রী উঠে নেই কোনো ষ্টেশন মাষ্টার। ফলে যাত্রীরা বিনা বাধায় ট্রেনে চড়ছে। যাত্রীদের জন্য নেই কোনো বিশ্রামাগার বা বসার স্থান। টিকিট কাউন্টার সহ ষ্টেশন মাষ্টারের একটি কক্ষ থাকলেও প্রায় সময়েই থাকে তালাবদ্ধ। শাহপুর ষ্টেশন থেকে একজন রেল কর্মচারী মাঝেমধ্যে তেলিয়াপাড়া রেলষ্টেশনে এসে কিছুক্ষন অবস্থান করে আবার চলে যায়। এভাবেই চলছে তেলিয়াপাড়া রেল ষ্টেশনের কার্যক্রম। এ অবস্থা থেকে মুৃক্তি পেতে তেলিয়াপাড়া বাজারের স্থানীয় ব্যবসায়ীরা সহ এলাকাবাসী তেলিয়াপাড়া রেল ষ্টেশনকে সি থেকে বি-শ্রেনীতে উন্নীত করার জন্য কর্তৃপক্ষের নিকট তাদের দাবী দীর্ঘদিনের। কিন্তু বিভিন্ন রাজনৈতিক সরকার বদল হলেও তেলিয়াপাড়া রেল ষ্টেশনের কোনো বদল হয়নি। চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য সমাজকল্যান মন্ত্রী এনামূল হক তেলিয়াপাড়া রেল ষ্টেশনের উন্নয়নের জন্য এক জন সভায় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতিই রয়ে গেল বাস্তবায়নের লক্ষণ নেই বিন্দু মাত্র। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে হতাশা দেখা দিয়েছে। আদৌ বৃট্রিশ আমলে স্থাপিত তেলিয়াপাড়া রেল ষ্টেশনের উন্নয়ন হবে কিনা এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। এক সময় তেলিয়াপাড়া রেল ষ্টেশনে ডাবল লাইন, টেলিফোন সহ বিশ্রামা থাকলেও এখন এগুলো বিলুপ্ত। বর্তমানে তেলিয়াপাড়া রেল ষ্টেশনের ২টি লোকাল বাল্লা ও কুশিয়ারা ছাড়া অন্য কোনো ট্রেন থামে না। এ ষ্টেশনে চা বাগান এলাকা প্রচুর যাত্রী সাধারণ থাকলেও যাত্রী সেবার নেই কোনো পরিবেশ। টিন ছাউনির একটি বিশ্রামাগার থাকলেও এটি ময়লা আর্বজনায় ভরে গেছে। দুগর্ন্ধে এর ধারে কাছে ও যাওয়া যায় না। শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ চৌধুরী বলেন-তেলিয়াপাড়া রেলওয়ে ষ্টেশন একটি গুরুত্বপূর্ন ষ্টেশন। এটার উন্নয়ন করা প্রয়োজন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *