প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক লোকালয় বার্তা ১৭ মে সংখ্যার ১ম পৃষ্ঠায় ‘পাল্টে গেছে মনের হিসাব’ ৪৪ কেজিতে এখন এক মণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোছর হয়েছে। সংবাদটি সম্পূর্ন মিথ্যা ভানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানীকর। সংবাদের একটি অংশে সহজ সরল কৃষকদের নিকট থেকে ব্যবসায়ী বা ক্রেতারা ধান কিনছেন ৪ কেজি বেশী দিয়ে অথ্যাৎ ৪৪ কেজিতে। যাহা সম্পূর্ন মিথ্যা। আমরোড বাজার কমিটির সভাপতি আব্দুর রহমান আজাদ বলেন, ৪৪ কেজিতে ধান ক্রয়ের বিষয়ে তিনি কিছুই জানেন না। রাজার বাজার ব্যবসায়ী সমিতির সভপতি ওয়াহেদ ভূঁইয়া জানান, ৪০ কেজিতেই ধান, চালসহ জিনিসপত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। চুনারুঘাট ধান ব্যবসায়ী আব্দুল আওয়াল মেম্বার জানান, কৃষকরা কিভাবে মহাজনের কাছে ধান বিক্রি করে এটি তাদের বিষয়। কিন্তু ব্যবসায়ী সমিতির আওতাধীন সকলে ৪০ কেজিতে ধান ক্রয়-বিক্রয় করছেন। একটি মহল সমিতি ও ব্যবসায়ীদের সাথে বিরোধ তৈরী করতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করেছে। যাহা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। ফলে সংবাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।

আব্দুল আওয়াল মেম্বার
ধান্য ব্যবসায়ী
চুনারুঘাট, হবিগঞ্জ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *