বানিয়াচঙ্গে কুকুরের কামড়ে ১৫ জন আহত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে কুকুরের কামড়ে স্কুল ছাত্র সহ ১৫ জন আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সম্প্রতি বানিয়াচং বাজারের আশপাশের বেওয়ারিশ কুকুরে আনাগোনা বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে ব্যাপক হারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জন সাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হাট-বাজার ও মসজিদে চলাচলের সময় অনেকেই হাতে লাটি নিয়ে যাচ্ছেন। তবে আহতদের ভ্যাকসিন হাসপাতালে না থাকায় রোগীরা চিকিৎসা নিতে হিমসীম খেতে হচ্ছে। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবপদ রায় জানান, আমাদের এখানে কুকুরের কামড়ের ভ্যাকসিন নেই এবং হবিগঞ্জ সদর হাসপাতালে যোগাযোগ করলে সেখানেও ভ্যাকসিন নেই বলে তারা জানান। এ অবস্থায় আহতরা স্থানীয় ফার্মেসী থেকে ভ্যাকসিন দিতে হবে। তবে চিকিৎসার কোন সমস্যা হবে না। কুকুরের কামড়ে আহতরা হলো শাহজালাল কে.জি স্কুলের ছাত্র ইয়াহিয়া উদ্দিন সালেহ (৫), মাতাপুর গ্রামের সাজু (৮), বাসিয়াপাড়া গ্রামের সুজন মিয়া (৫), লেছু মিয়া (৪০), মিয়াখানী এলাকার অমিত (৪), শাহনুর মিয়া (৬), ছিলাপাঞ্জা গ্রামের আবিদ মিয়া (১২), শরীফখানী মহল্লার মাসুদুর রহমান (৩), যাত্রাপাশা গ্রামের দিপা রাণী কর (৬), দেশমুখ্য পাড়ার তাহের মিয়া (৩০), ইমা (৩), নন্দী পাড়া গ্রামের আকতার (১৫), শাহরুন (১০), রুহেল মিয়া (৭), রুমান শেখ (১০) প্রমূখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *