বৃষ্টির পানি সংরক্ষণ করুন

প্রথম সেবা ডেস্ক ॥ পরিবেশ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের অনেক দেশ জলবায়ূ পরিবর্তনের কারনে ঝুকির মুখে পড়ছে। ক্রমেই উত্তপ্ত হচ্ছে আবহাওয়া। মানুষের বিভিন্ন কর্মকান্ডের ফলে পরিবেশ আজ ধ্বংসের মুখোমুখি। আমাদের দেশেও ভূ-গর্ভস্ত পানির স্তর ক্রমেই নীচে নেমে যাচ্ছে। ভূ-গর্ভস্ত পানির স্তর নিচে নামা থেকে রক্ষা করতে হলে বৃষ্টির পানি ব্যবহার করতে হবে। সচেতন মানুষ হিসাবে এখনই আমাদের ভাবা উচিত। পানির বিকল্প উৎস হিসাবে বৃষ্টির পানি সংরক্ষন ও ব্যবহারের ওপর জোর দিতে হবে। আমরা জানি, মাটির ওপর এবং নীচের সব পানির উৎস বৃষ্টি। এর সুবিধা হচ্ছে, সহজে হাতের নাগালে পাওয়া যায় এবং এর মান ও ভাল। বাংলাদেশে এলাকাভেদে ১হাজার ২শ থেকে ৩ হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। উপকুল ও পাহাড়ী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমান বেশী, যদিও দেশের সর্বত্র কমবেশী বৃষ্টিপাত হয়ে থাকে। সব এলাকায় বৃষ্টির পানি সংগ্রহ করা সহজ। এছাড়া, বৃষ্টির পানিতে অসুখ-বিসুখের ভয় কম। পানিসংকট মোকাবেলায় শহরে বৃষ্টির পানির ব্যবহারের উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। মোট কথা বৃষ্টির পানি একটি প্রাকৃতিক সম্পদ। এর যথাযথ ব্যবহার আমাদের জীবনমানের উন্নতির পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *