Daily Archives: August 27, 2014

মুক্তিযোদ্ধা রফিকুল আলম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন.

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদিশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজের শহীদ মুক্তিযোদ্ধা রফিকুল আলম চৌধুরী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গনে  পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ গিয়াছুল হোসাইন ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল আলম চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী তৌফিকুল আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির খান, প্রেসক্লাব সেক্রেটারী মিজানুর রহমান, শিক্ষক মওলানা আব্দুল ওয়াহাব,পরিচালনা কমিটির সদস্য ইব্রাহিম ছিদ্দিকী, আব্দুল কুদ্দুছ ...

চুনারুঘাটে যুবলীগের কাউন্সিল সম্পন্ন লুৎফুর সভাপতি, আনোয়ার সম্পাদক নির্বাচিত

খন্দকার আলাউদ্দিন ॥ দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার উৎসবমুখর পরিবেশে চুনারুঘাট উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় প্রথম পর্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, এমপি অ্যাডভোকেট মাহবুব আলী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল হক আতিক, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুছ, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, আওয়ামী লীগ সভাপতি পিপি অ্যাডভোকেট ...

নবীগঞ্জে অঞ্জাতব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের মহাসড়কের পার্শ্বে (৪৫) বছর বয়সের অঞ্জাতনামা এক লোকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পরে পুলিশ তার লাশ সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্ত’র জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিবার সকাল বেলায় এলাকার লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বের উত্তর দেবপাড়া গ্রামে ওই মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এলাকাবাসী জানায় তার ঘাড়ে ও মাথায় প্রায় ৪টি গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া ও তার শরিরের আরো বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় এলাকার শত শত লোকজন মৃতদেহকে এক নজর দেখার জন্য ভীড় জমান। তাদের ধারনা অন্য কোথাও থেকে তাকে হত্যা করে তার ...

শ্রীকুটার আলোচিত শালিসের গন্তব্য কোন পথে?

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে শ্রীকুটা গ্রামের প্রেমিক রায়হানকে হত্যার চেষ্টা অতঃপর শালিস বৈঠকে প্রেমিকার বাবাকে ৫ লক্ষ টাকা জরিমানা- ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। এ ঘটনায় শালিস বৈঠকে প্রাথমিক অবস্থায় উত্তেজনা প্রসমিত হলেও প্রেমিকার হাজী দুলালকে অভিযুক্ত শালিস বৈঠকে রায় দেওয়া ৫ লক্ষ টাকা জরিমানা আদায় নিয়ে চলছে পক্ষে-বিপক্ষের উত্তেজনা। এ সুযোগে ওই এলাকার একটি  মধ্যস্বভোগী চক্র । নিজেদের পায়দা হাসিলের মরিয়া হয়ে উঠেছে। শালিস বৈঠকের দু,চার জন মাতব্বরের ইশারা ইঙ্গিতে কলকাঠি নারানো হচ্ছে। ফলে এই ঘটনাটি সুষ্ঠ সমাধানতো দুরে কথা আরও ,মারমুখি অবস্থায় দাবিত হচ্ছে। আর এ সুযোগে হাজী দুলাল মিয়া জরিমানার ৫ লক্ষ টাকা ও তার মেয়ে রিতুকে প্রেমিক রায়হানের কাছে বিয়ে দিতে নানা টাল-বাহানা শুরু করেছেন। ...

জমিতে বিষ ঢেলে ৭টি হাঁস ও একটি ছাগল নিধন করেছে দুর্বৃত্তরা.

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের পৌর শহরে বাগবাড়ী গ্রামে ধানক্ষেতে বিষ দিয়ে এক দিন মজুর মহিলার ৭ টি হাস ও ১ টি ছাগল মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। জানাযায়, বাগবাড়ি গ্রামের আনোয়ারা খাতুনের হাস ও ছাগল একই এলাকার আকবর মিয়ার ধান ক্ষেতে ঘাস খেলে কিছুক্ষনের মধ্যে হাসগুলো মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। সাথে একটি ছাগল ৫ দিনের একটি বাচ্ছা রেখে মারা যায়। আনোয়ারা মৃত হাঁসগুলো নিয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসে আসলে উৎসুক জনতা ভিড় জমায়।

উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী-পুরুষ সততার সাথে কাজ করতে হবে.

আইয়ূব খাঁন, মাধবপুর ॥ মাধবপুরে নারীর সামগ্রিক উন্নয়ন ও সৃজনশীলতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছাঃ আবিদা খাতুনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের নারি সদস্য বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ স্থানীয় সরকার উপ পরিচালক উপ সচিব দিলিপ কুমার বনিক, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, উপজেলা আওয়ামীলীগের ...