মেসিকে এনরিকের পরামর্শ, ইনজেকশন নয়!

এল ক্লাসিকো খেলার আগে লিওনেল মেসি পুরোপুরি সুস্থ ছিলেন কি, স্প্যানিশ মিডিয়ার আকাশে-বাতাসে এখন এই গুঞ্জরণ। বিষেশত রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমএলটেনের খেলা দেখে এই প্রশ্নটা বারবার উঁকি দিচ্ছে সন্দেহবাদীদের মনে। অবশ্য বার্সেলোনা ফুটবল ক্লাব বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বার্সার স্প্যানিশ কোচ লুইস এনরিকে কিছু খোলাসা না করেও, ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছেন। মেসিসহ তার বাকি খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন ব্যথা প্রশমনে ইনজেকশন নয়। কারণ, অনেকে বলছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামার আগে নাকি ইনজেকশন নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মঙ্গলবার এক সাক্ষাৎকারে সাবেক রোমা কোচ স্বীকার করেন মেসি অ্যাঙ্কেলের চোট সমস্যায় ভুগছে। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণভাবে চিকিৎসক ও খেলোয়াড়দের বিষয়। তবে আমার পরামর্শ ইনজেকশন পরিহার করা। আরেকটি বিষয় খোলাসা করা উচিত। সেটা হলো, এল ক্লাসিকোর আগে মেসি অবশ্যই সুস্থ ছিলেন।’
পরে এনরিকে এটাও স্বীকার করেন যে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ময়দানি লড়াইয়ের উত্তাপে ট্যাকটিক্সে কিছুটা ভুল ছিল তার।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *