ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বেনাপোলে ৩৬ বস্তা সার আটক করেছে বিজিবি

বেনাপোল সীমান্ত প্রতিনিধি:
নতুন চোরাই পণ্যের তালিকায় ভারত থেকে বাংলাদেশে আসছে ইউরিয়া ও টিএসপি সার। সোমবার দুপুরে বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ইছামতি নদীর পাড়ে নৌকা বোঝাই ৩৬ বস্তা ইউরিয়া ও টিএসপি সার আটক করেছে বিজিবি। এ সময় প্রায় একলাখ টাকা মূল্যের মটরপার্টস আটক করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে: কর্নেল আব্দুর রহিম জানান, পুটখালি চরেরমাঠ এলাকার ইছামতি নদী দিয়ে প্রচুর পরিমাণ ভারত থেকে সারের চালান বাংলাদেশে প্রবেশ করছে এ ধরণের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা নদীতে নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ওই নৌকা থেকে ২০ বস্তা ইউরিয়া ১৬ বস্তা টিএসপি সার ও প্রায় ১ লাখ টাকা মূল্যের মটরপার্টস আটক করা হয়। নৌকাসহ আটক মালামাল বেনাপোল কাস্টম হাউসে জমা দিয়েছে বিজিবি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *