Daily Archives: January 21, 2015

লিভারপুল-চেলসি ১-১ গোলে ড্র

ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে কেউ হারেনি। অ্যানফিল্ডে স্বাগতিক লিভারপুল ও চেলসির মধ্যের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। এতে প্রতিপক্ষের মাঠে গোল করে আপাতত কিছুটা এগিয়ে আছে হোসে মরিনহোর চেলসি। এদিন ১৮ মিনিটে পেনাল্টির সাহায্যে সফরকারী চেলসিকে এগিয়ে দেন ইডেন হ্যাজার্ড। আর ৫৯ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান রহিম স্টার্লিং। এতে লিভারপুলের বিপক্ষে টাটা চার ম্যাচ অপরাজিত থাকলো ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেলসি। সর্বশেষ আট ম্যাচে অলরেডদের কাছে মাত্র একটিতে হেরেছে চেলসি।

ব্রাজিলে খেলতে চান সিআর সেভেন

রিয়াল মাদ্রিদ কবে ছাড়বেন তার কোন নিশ্চয়তা নেই। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে ভেড়ানোর গুঞ্জন অনেকদিনের। তবে এরই মধ্যে অন্য ইচ্ছার কথা জানালেন রিয়ালের এ পর্তুগিজ তারকা। রিয়াল মাদ্রিদ নয়, তিনি ক্যারিয়ার শেষ করতে চান ব্রাজিলের কোন ক্লাবে। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিলের ক্লাব করিন্থিয়ন্স কিংবা ফ্লামেঙ্গোয় খেলার ইচ্ছার কথা জানালেন তিনি। বৃটিশ সংবাদমাধ্যম ‘মেট্রো’র খবর অনুযায়ী তিনি বলেন, ‘করিন্থিয়ন্স ও ফ্লামেঙ্গো ব্রাজিলের প্রসিদ্ধ দু’টি ক্লাব। অবসরের আগে এর যে কোন একটির শার্ট গায়ে আমি খেলতে চাই।’ ব্রাজিলে খেলার কারণ হিসেবে রোনালদো বলেন, ‘ব্রাজিলের আমার অনেক কাছের বন্ধু আছে। দেশটির মানুষের সঙ্গে আমার সম্পর্কটাও দারুণ। রিয়ালে অনেক ব্রাজিলিয়ান খেলোয়াড়ের সঙ্গে আমি খেলেছি। কাকা তাদের মধ্যে অন্যতম। ব্রাজিলের খেলোয়াড়দের ...

৪৪ দিনের বিচ্ছেদ

৪৪ দিন আলাদা থাকতে হবে আনুশকা ও কোহলিকে। সম্প্রতি এমনই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের আসর। আর সেখানে ভারতীয় দলের অন্যতম সদস্য হিসেবে খেলবেন কোহলি। ৪৪ দিনের এ আসরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটার তার প্রেমিকার সঙ্গে দেখা করতে পারবেন না। স্ত্রীর সঙ্গে খুব জরুরি কারণ ছাড়া দেখা করার নিয়ম নেই। কোহলি ও আনুশকার সম্পর্কের বিষয়টি ভারতীয় বোর্ডের খুব ভালভাবেই জানা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এরই মধ্যে কোহলিকে ডেকে বিশ্বকাপ চলাকালীন নিয়ম-নীতির বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে। আর এর মাধ্যমে প্রথমবারের মতো কোহলির সফরসঙ্গী এবার হতে পারছেন না আনুশকা। ৪৪ দিন প্রেমিকের কাছ থেকে দূরে থাকতে হবে আনুশকাকে। বিষয়টি নিয়ে আনুশকার ...

নতুন প্রেমে সেলেনা

নতুন করে প্রেমে পড়েছেন আমেরিকান পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। রাশিয়ান-জার্মান সংগীত প্রযোজক ও ডিজে জেডের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি- এমনই আভাস পাওয়া গেছে। সম্প্রতি ইন্সটাগ্রামে জেডের সঙ্গে একটি ছবি প্রকাশ করতেই চারদিকে শোরগোল তৈরি হয়। ইদানীং গানের কাজে দু’জনকে প্রায়ই বিভিন্ন স্টুডিওতে দেখা গেছে। শুধু তাই নয়, কাজ সেরে একসঙ্গে তাদের এদিক-সেদিক ঘুরে বেড়াতেও দেখেছেন অনেকে। তবে সবার ধারণা ছিল, জাস্টিন বিবারের সঙ্গে প্রেমে ইতি টানার পর পুরনো স্মৃতি ধরে সারাটা জীবন কাটিয়ে দেবেন সেলেনা। কিন্তু এমন ধারণাকে মিথ্যা করে দিয়ে নতুনভাবে নিজেকে সাজিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি। বিবারের সঙ্গে সেলেনা দীর্ঘদিন প্রেম করেছেন। কিন্তু বেখেয়ালি এই সংগীত তারকা সেলেনার প্রেমের মূল্য দিতে পারেন নি। বরং তাকে অবহেলাই ...

সিলেটে বিচ্ছিন্ন ঘটনায় হরতাল পালিত

সিলেট প্রতিনিধি: সিলেটে অগ্নিসংযোগ আর ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে স্থানীয় ২০ দলীয় জোটের ডাকা বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিএনপি ও ছাত্রশিবিরের সভাপতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। কেন্দ্রীয় বিএনপি ও স্থানীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের আহ্বান করা হয়। হরতালের সমর্থনে সকাল সাড়ে ৮টার দিকে নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় মিছিল করে সিলেট জেলা ছাত্রদল। এ সময় মিছিল থেকে রাস্তায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়। হরতালের কারণে নগরীর বিপনী বিতান, দোকানপাট ও গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে। তবে সকাল থেকেই হালকা যানবাহন চলাচল করছে। নগরীর দক্ষিণ সুরমা ও উত্তর সুরমা বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকলেও শিডিউল বিপর্যয় নিয়ে রেল চলাচল করছে। আইনশৃঙ্খলা ...

দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সরালিতুপা গ্রামে প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে জালাল উদ্দিন ও প্রতিবেশী গোলাপ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। দুপুরে এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। গোলাপ মিয়া একপর্যায়ে জালাল উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ অবস্থায় স্বজনরা জালাল উদ্দিনকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জে চালককে কুপিয়ে সিএনজি ছিনতাই

কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চালক কে কুপিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাই করেছে দুর্বিত্তরা। গুরুতর আহত অবস্থায় চালককে হবিগঞ্জসদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় মঙ্গলবার (২০ জানুয়ারী) রাত ৮টায় শায়েস্তাগঞ্জ পৌরএলাকার রেলওয়ে জংশন এলাকা থেকে মাধবপুরের নোয়াপাড়ায় যাওয়ার কথা বলে সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১৮৯৩) টি ভাড়া নেয় পাচঁ যাত্রী। চালক গাড়ী নিয়ে রওয়ানা হলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নামকস্থানে পৌছার পর সিএনজি চালক কে মুখ হাত পা বেধেঁ দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে সিএনজি অটোরিক্শা টি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত চালক আরব আলী (৩৫)  শায়েস্তাগঞ্জ পৌরএলাকার নিজগাওঁ গ্রামের সুরুজ আলীর পুত্র।

নবীগঞ্জে জুয়াড়িরা বেপোরোয়া

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ লন্ডন প্রবাসী অধ্যুশিত এলাকা খ্যাত ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুলিশ ফাড়ির ইনচার্য জাহাঙ্গীর আলমকে মাসোহারা দিয়ে দিনে রাতে চলছে নিত্যনতুন আস্তানায় জমজমাট জুয়া ও মাদকের আসর। পুলিশ ও স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিদের মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করে জোয়াড়িরা এলাকার বিভিন্ন স্পটে জুয়ার আসর বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার খেলায় বেপোরোয়া হয়ে উঠেছেন। দেখার যেন কেউ নেই! এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার লন্ডন প্রবাসী খ্যাত ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি চিহ্নিত জুয়ারি চক্র প্রায় প্রতিদিনই রাত দিন জুয়ার আসার বসায়। এমনকি কয়েকটি হাওড়ে দিন দুপুরে পুলিশের নাকের ডগায় নির্বিঘেœ চলে জমজমাট জুয়ার আসর। কিন্তু পুলিশ কেন কোন ব্যবস্থা নিচ্ছে না এর পেছনে কারন কি। এই প্রশ্ন ইনাতগঞ্জ ...