চুনারুঘাটে যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত চুনারুঘাট উত্তর বাজার মুসলিম প্লাজা যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গত বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু। উপস্থিত ছিলেন চুনারুঘাট ক্যাবল টিভি নেটওর্য়্যাক ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন, ‘আজকের পত্রিকা’ ও ‘হবিগঞ্জ সমাচার’ চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব এম এ আউয়াল প্রমূখ। যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান পরিচালক সোলায়মান আহম্মদ বলেন উপজেলায় একমাত্র বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শাখা হিসেবে বিগত ২০১২ইং হইতে এ পর্যন্ত আমরা ছাত্র/ছাত্রীদেরকে দক্ষতা ও সুনামের সহিত কম্পিউটার মোবাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, হাউজ ওয়্যারিং, সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকার কর্মমূখী শিক্ষা প্রদান করে আসছি। এ প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ২০১৪ সনে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাস মেয়াদি কম্পিউটার পরিক্ষায় প্রশিক্ষণার্থীরা অ+ পেয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকারের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে সর্বস্তরের ছাত্র/ছাত্রীদের মাঝে কারিগরি শিক্ষা দিয়ে স্বাবলম্বি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *