চুনারুঘাটে শত গ্রাম পুলিশের মাঝে মোবাইল ফোন বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে সিমসহ মোবাইল ফোন বিতরন। চুনারুঘাট পৌর শহরের পীরের বাজারে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে দফাদার (গ্রাম পুলিশদের) মাঝে ১টি করে সিম ও ১টি মোবাইল ফোন বিতরন করা হয়েছে। গত ১৪ মে শুক্রবার সকাল ১১টায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল এর প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নিজ উদ্যোগে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনয়িনের ১শত জন দফাদার ও গ্রাম পুলিশদের মাঝে ১০০টি সিমসহ মোবাইল ফোন বিতরণ করছেন। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রাশিদুল ইসলাম, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চোৈধুরী, কালের কন্ঠের জেলা প্রতিনিধি ও দৈনিক দেশজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক শাহ ফখরুজ্জামান, চুনারুঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা জিতু মিয়া, ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সুহাগ, পীরের বাজারে ব্যবসায়ী লুফুর রহমান, শিফন খান, জুনেদ আহমেদ প্রমুখ। উল্লেখ্য, দফাদার, গ্রাম পুলিশের মাসিক বেতন ভাতা উত্তোলনের সুবিধার্তে¡ জন্য প্রত্যেকের নামে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট করতে হয়। এর পর বেতন ভাতা উত্তোলন করতে হয়। মোবাইল না থাকার কারনে বিগত ৫ মাস যাবত দফাদার গ্রাম পুলিশরা বেতন ভাতা উত্তোলন করতে পারচ্ছে না। গত ১৪ মে সদর ইউনিয়নের কমিনিটি পুলিসিং সভায় গ্রাম পুলিশরা তাদের বেতন ভাতা বন্ধের কথা বলেন। তাৎকনিক উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে বিষয়টি আলাপ করলে তিনি জানান দফদার ও গ্রাম পুলিদের কোন একাউন্ট না থাকার কারনে বেতন ভাতা উত্তোলন করতে পারচ্ছে না।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *