এক যুগ পর চুনারুঘাটে ছাত্রলীগের সম্মেলন হয়েছে কমিটি হয়নি ছাত্রত্ব বয়স ও যোগ্যতার চেয়ে ভারী হয়ে উঠেছে গ্রপিং লবিং ও অর্থের পাল্লা

আশরাফুল ইসলাম : অনেক নাটকীয়তা শেষে দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ ছাত্রলীগের চুনারুঘাট উপজেলা কমিটির নতুন কার্যকরী কমিটি গঠনের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হলেও নতুন কমিটি ঘোষনা করা হয়নি। পরবর্তীতে দুইদিনের মধ্যে জেলা থেকে কমিটি ঘোষনা করা হবার কথা থাকলেও অদ্যাবধি ঘোষিত হয়নি। এতে, পদপ্রত্যাশীসহ সকল স্তরের ছাত্রলীগ কর্মীদের মধ্যে নতুন করে জেগে ওঠা আগ্রহ ও উদ্দীপনার স্থলে হতাশা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনের কর্মকান্ডে জড়িত এমন অনেকেই কাংঙ্গিত পদ লাভে ব্যর্থ হবার আশংকাগ্রস্থ হয়ে পড়েন। ছাত্রত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা ও যোগ্যতার চেয়ে ভারী হয়ে উঠছে জেলা ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে লবিং ও তদ্বির এর দিকটা। এছাড়াও, অনেকে মোটা অংকের অর্থের বিনিময়ে পদ ক্রয়ের চেষ্ঠা করছেন বলেও জানা যায়। দূর্নীতি ও স্বজনপ্রীতি দ্বারা প্রভাবিত হয়ে এবং প্রভাবশালী নেতৃবৃন্দের পছন্দের প্রার্থীদের মধ্যে শীর্ষপদসমূহ বন্টনের আশংকাও দেখা দিয়েছে। ফলে, আগে কখনও ছাত্রলীগের কোন কর্মকান্ডে দেখা যায়নি এমন ব্যক্তিকে দায়িত্ব প্রদানের ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় কমিটিতে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব সংকট দেখা দিতে পারে বলে মনে করেন আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উৎসুক নেতা-কর্মীরা। গত ১১ জুলাই শনিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সের মোস্তফা শহীদ মিলনায়নে বাংলাদেশ ছাত্রলীগের চুনারুঘাট উপজেলা শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেদ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন সভা শেষে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হন সুপ্রিয় বণিক, সাইদুর আলমগীর, আবুল খায়ের, সোহেল আরমান ও মোহাম্মদ বিল্লাল মিয়া। সাধারন সম্পাদক পদের জন্য প্রার্থী হন চুনারুঘাট সরকারী কলেজ শাখা’র সভাপতি ইফতেখার আলম রিপন, শাহজাহান শামী, হিরন মিয়া, খন্দকার আলাউদ্দিন ও মোঃ ওমর আলী। সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীদের মধ্যে যাদের সম্ভাবনার কথা জানা যায় তাদের মধ্যে অধিকাংশেরই ছাত্রত্ব নেই। আবার, অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার কথাও শুনা যাচ্ছে। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলের গঠনতান্ত্রিক নিয়ম না থাকলেও অনেকে নিজেকে সাংগঠনিক পদপ্রার্থী হিসাবে পরিচয় দিচ্ছেন এবং তোরন বানিয়ে ও ব্যানার লাগিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নিজের প্রার্থিতার কথা জানান দেন। জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন করা হয়েছিল ২০০৩ সালে। গত বছরের ২২ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুনারুঘাট উপজেলা শাখা’র কাউন্সিলে সাধারন সম্পাদক পদে প্রতিদ্ধন্দিতা করার জন্য ছাত্রলীগের সর্বশেষ সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন ও সাধারন সম্পাদক সাইফুল আলম রুবেল ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেও রহস্যজনক কারনে দায়িত্ব হস্তান্তর করেননি। অবশেষে সাধারন নেতা-কর্মীদের চাপে সম্মেলন ও কাউন্সিল করে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। অন্যদিকে, চুনারুঘাট উপজেলা সদর পৌরসভায় উন্নীত হবার পর ছাত্রলীগের পৌরসভা কমিটি গঠন করা সম্ভব হয়নি। কিছুদিন পরপর পৌর কমিটি গঠনের চেষ্টা করলেও যোগ্য নেতৃত্বের অভাবে চুনারুঘাট পৌর কমিটি গঠন করা যায়নি বলে জানা যায়। তবে, ২০০০ সালে, তৎকালীন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম রাসেলকে সভাপতি ও আবুল হোসেন প্রয়াসকে সাধারন সম্পাদক করে ছাত্র সংগঠনটির চুনারুঘাট শহর কমিটি গঠিত হবার পর আর কোন কার্যকরী কমিটি গঠন করা যায়নি। তাই, গত ১০ জুন শুক্রবারে কাউন্সিলকে চুনারুঘাট পৌর ছাত্রলীগের প্রথম বৈধ কমিটি গঠনের কার্যকরী পদক্ষেপ বলে মনে করছেন বাংলাদেশ ছাত্রলীগের চুনারুঘাট উপজেলা কমিটির ক্রীড়া সম্পাদক ও শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন। দীর্ঘদিন পর বাংলাদেশ ছাত্রলীগ এর গুরুত্বপূর্ন শাখা’র কাউন্সিল ও নতুন কার্যকরী কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি, সাধারন সম্পাদক পদ লাভের বাসনায় চেষ্টা-তদ্বির চালিয়ে যাচ্ছেন ছাত্র-অছাত্র অনেকে। ছাত্রলীগ এর কর্মী-সমর্থক হওয়ার প্রাথমিক যোগ্যতা না থাকলেও বা যোগ্যতা হারিয়ে ফেললেও সভাপতি ও সাধারন সম্পাদকের পদ ঘিরে এমন অনেকের নাম আলোচনায় আসছে। নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রলীগ নেতা বলেন, উপজেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী অধিকাংশের ছাত্রত্ব নেই, বয়সও নেই। কেউ কেউ আবার, স্কুলের গন্ডি পেরোতে পারেননি। এছাড়াও, ছাত্রলীগে হঠাৎ করে গজিয়ে উঠা সভাপতি পদ প্রত্যাশীর প্রচারনায় এবং এসব প্রার্থীকর্তৃক অর্থের বিনিময়ে সভাপতি পদটি বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে নেতা-কর্মীরা অভিযোগ করেছেন। বিভিন্নসূত্রে জানা যায়, চুনারুঘাট পৌর এলাকায় ব্যবসা করার সুবাদে ব্যবসায়ী হিসাবে পরিচিত কিছু যুবক কোন ধরনের পূর্ব সম্পৃক্ততা ছাড়াই হঠাৎ করে ছাত্রলীগের গুরুত্বপূর্ন উপজেলা সভাপতির পদ লাভের চেষ্টা করছেন। এজন্য তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কোমর বেধে নেমেছেন প্রত্যাশিত পদ দখলের লড়াইয়ে। স্থানীয় কথিত প্রভাবশালী বলে পরিচয়দাতা কতিপয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে, উক্ত পদ প্রত্যাশীরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং যেকোন মূল্যে পদে আসীন হবার জন্য বিভিন্ন মহলে যোগাযোগ রাখছেন বলেও জানা যায়। স্থানীয় কতিপয় অর্থলোভী ব্যক্তি উক্ত গজিয়ে উঠা নেতাদের সঙ্গ ও উৎসাহ দিতে দেখা যায়। কিন্তু, বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠনে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ বর্তমান ছাত্রত্ব ও বয়সকে সর্বাধিক গুরুত্ব দেয়ার নির্দেশনা রয়েছে বলেও জানা যায়। একজন সাবেক ছাত্রনেতা বলেন, যেনতেন প্রকারে পদ দখল করা এবং আঁকড়ে থাকার প্রবল ইচ্ছা সাংগঠনিক ভিত্তি ও কাঠামোকে ধ্বংস করে দেয়, যা চুনারুঘাটের সব সংগঠনে দেখা যায়। সম্মেলনস্থলে কমিটি ঘোষনা না করায় উপস্থিত সকলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এর পূর্বে কাউন্সিল ছাড়া পদলাভের উদ্দেশ্য বড় অংকের টাকা লেনদেন হবার কথা শোনা যায়। এছাড়াও, সংগঠনের বাইরের কিছু প্রভাববিস্তারকারী ব্যক্তির হস্তক্ষেপে গুরুত্বপূর্ন পদ বন্টনের গুঞ্জনও শোনা যায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *