অবশেষে টনক নড়েছে পুলিশ প্রশাসনের

স্টাফ রিপোর্টার- কোন দুর্ঘটনা ঘটলেই প্রশাসনের টনকনড়ে। তারপরই আইন হিমাগারে। এমন পরিস্থিতিতে সাধারন মানুষ আইন বুঝবে কি করে ? সড়ক-মহাসড়কে বন শুকানোর ঘটনা নতুন নয়। সারা বছর জুড়েই সড়ক-মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বন শুকানোর দৃশ্য দেখা যায়। আইনে প্রতিকার না থাকায় সড়কের পার্শ্বের স্থানীয় বাসিন্দারা এটি স্বাভাবিক নিয়মে ব্যবহার করে থাকে। চুনারুঘাটের পূর্বাঞ্চলের আঞ্চলিক প্রত্যেকটি সড়কে বন শুকানো হয়। গাজীগঞ্জ. সুন্দরপুর, সাটিয়াজুরী সড়ক একে বারেই কৃষকের বন শুকানোর মাঠে পরিনত হয়। রানীগাঁও, নালমুখ, মিরাশী, বরজুস সড়কের একই অবস্থা। বনশুকানোর ঘটনায় ইতিপূর্বে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। ওই সব দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছে অনেকে। কিন্তু সম্প্রতি চুনারুঘাট-আসামপাড়া রোডে আমরোড-বনগাঁও নামকস্থানে দুর্ঘটনায় ২জন নিহত ও এস আই হরিদাস সহ ৪জন আহত হওয়া ঘটনার প্রতিকার বিরল। সড়কে বন শুকানোর দায়ে দুর্ঘটনায় দোষী সাব্যস্থ মিয়া ধন (৪৫)কে ১৭ আগস্ট নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে চুনারুঘাট পুলিশ। তার বিরুদ্ধে মামলা ও হয়েছে। শুধু চুনারুঘাট নয় সারা দেশে এ রকম দুর্ঘটনার শিকার হয়েছে হাজার ও পঙ্গু। হাজার ও লোক হারাচ্ছে তার আপনজনকে। আশা করি মিয়া ধন মোল্লার মত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। জাতি বুঝবে ন্যায় বিচার। ধন্যবাদ চুনারুঘাট পুলিশ প্রশাসন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *