চুনারুঘাট-সাটিয়াজুরী সড়কের বেহাল অবস্থা ॥ দুর্ভোগ চরমে

এস এম সুলতান খান- চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এক মাত্র উপযোগী চুনারুঘাট-সাটিয়াজুরী সড়কের উপর বালু মহালদাররা অপরিকল্পিতভাবে বালু স্তুপ করে মাত্রাবিহীন ট্রাক বোঝাই করে যাতায়াতের কারনে সড়কটি ক্ষত বিক্ষত হয়ে জন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে যাত্রীবাহী সিএনজি, অটো রিক্সাসহ বিভিন্ন যান চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ ২/৩ মাস যাবৎ বালু মহালদার শায়েস্তাগঞ্জের সজল মিয়া খোয়াই নদী থেকে বালু উত্তোলন করে অপরিকল্পিতভাবে সড়ক ও জনপদ বিভাগের নির্মিত চুনারুঘাট-সাটিয়াজুরী সড়কের গাজীগঞ্জ বাজারের দক্ষিণ ও উত্তর পাশে যান চলাচলের রাস্তার উপর বালুর স্তুপ করে রাখে। ওই বালুগুলি মাত্রাবিহীন ট্রাক বোঝাই করে রাস্তা দিয়ে চলাচলের কারনে সড়কটি খানেকদ্দেরে পরিনত হয়েছে। সড়ক দিয়ে যাত্রীবাহী যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যেকোন সময় দুর্ঘটনায় কবলিত হয়ে ঘটতে পারে অনাকাংকিত দুর্ঘটনা। বালু স্তুপ পরিষ্কার ও রাস্তা সংস্কারের জন্য সরকারের স্থানীয় সংসদ সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছেন ভোক্তভোগী জনগন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *