ধানের মন ৩শ ॥ সুপারী কেজি ৪শ টাকা

সুখদেব নাথ- কৃষি প্রধান দেশ বাংলা দেশ। দেশের ৮০ শতাংশ মানুষ কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত হয়ে খাদ্য শস্য ধান উৎপাদন করে নিজে এবং দেশের খাদ্য চাহিদা পূরণ করছেণ। মওসুম ভিত্তিক ধান উৎপাদনে জমি প্রস্তত, বীজ, সার, শ্রমিক, কীটনাশক ও সেচ খরচ ব্যয় করে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক । উৎপাদনের খরচের সাথে বিক্রয়ের কোনো সঙ্গতি নেই। ফলে ধান উৎপাদনে কৃষকদের আগ্রহ হারিয়ে যাচ্ছে। চলতি মওসুমের আঁউশ ধান কাটা শুরু হয়েছে। এক মন ধানের মূল্য দিয়ে এক কেজি সুপারী কেনা যায় না, এতে বাড়তি আরও ১০০ টাকা যোগান দিতে হচ্ছে। আঁউশ ধান কর্তন কাজ শেষে কৃষক প্রতি মন ধান বিক্রি করছেন ৩০০ টাকায়। কিন্তু এক কেজি সুপারির ক্রয় করতে হচ্ছে ৪০০ টাকায়। ধানের বাজারে এমন ধস নামায় কৃষকদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে। শুধু তাই নয়, অনান্য জিনিসপত্র চরা মূল্যে কনিতে হচ্ছে কৃষক ও সাধারণ মানুষ। কৃষি বিভাগ সূত্র জানায়, জেলায় চলতি মওসুমে ২৮ হাজার হেক্টর জায়গায় আঁউশ ধান আবাদ করছেন কৃষক। জেলায় প্রায় ৯০ শতাংশ জমির আঁউশ ধান কর্তন কাজ সম্পন্ন হয়েছে। সূত্র জানায়, কৃষকদের দাবী ধানের ন্যায্য মূল্য তারা পাচ্ছেনা। অনেক কৃষক হতাশা হয়ে পড়েছেন। সদর উপজেলার ভাদৈই গ্রামের কৃষক শহিদ মিয়া জানান, তিনি ৩ বিঘা জমিদে আঁউশ ধান আবাদ কেেরছন। ধান কর্তন শেষে বিক্রি করেছেন মন প্রতি ৩০০ টাকায়। তিনি বলেন পান খাওয়ার অভ্যাস আছে তাই এক মন ধান বিক্রি করে এক কেজি সুপারি কিনতে গিয়ে যাই বাজারে, ৪০০ টাকা সুপারীর কেজি তাই ১০০ টাকা কর্জ করে কিনতে হচ্ছে এক কেজি সুপারি। একই উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, এক বিঘা জমি আবাদ করতে প্রথমে জমি প্রস্তুত করতে হালের মেশিন কে দিয়েছি ৬শ টাকা, ধানের চারা ৬শ টাকা, রোপন কাজে শ্রমিক নিয়েছে ৯শ টাকা,অবিভিন্ন জাতের সার বাবত খরচ ৩শ টাকা, আগাছা দমনে শ্রমিক নিয়েছে ৩শ, কীটনাশক ২শ ও ধান কাটার সময় শ্রমিককে দিয়েছে ৯শ টাকা। সব মিলিয়ে মোট ৩হাজার ৮শ টাকা খরচ হয়েছে। আমার পরিশ্রমের কোনো মূল্য ধরি না। এক বিঘা জমিতে ধান উৎপাদন হয়েছে ১৪ মন। এখন মন প্রতি ৩শ টাকায় বিক্রি করলে বিক্রি হয় ৪ হাজার ২শ টাকা। তিনি জানান প্রতি মন ধানের মূল্য ৭শ থেকে ৮শ টাকায় বিক্রি হলে আমাদেও কিছু লাভ হতো।
এতে বাড়তি আরও ১০০ টাকা যোগান দিতে হচ্ছে। আঁউশ ধান কর্তন কাজ শেষে কৃষক প্রতি মন ধান বিক্রি করছেন ৩০০ টাকায়। কিন্তু এক কেজি সুপারির ক্রয় করতে হচ্ছে ৪০০ টাকায়। ধানের বাজারে এমন ধস নামায় কৃষকদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে। শুধু তাই নয়, অনান্য জিনিসপত্র চরা মূল্যে কনিতে হচ্ছে কৃষক ও সাধারণ মানুষ। কৃষি বিভাগ সূত্র জানায়, জেলায় চলতি মওসুমে ২৮ হাজার হেক্টর জায়গায় আঁউশ ধান আবাদ করছেন কৃষক। জেলায় প্রায় ৯০ শতাংশ জমির আঁউশ ধান কর্তন কাজ সম্পন্ন য় এরপর পৃষ্ঠা-২ হয়েছে। সূত্র জানায়, কৃষকদের দাবী ধানের ন্যায্য মূল্য তারা পাচ্ছেনা। অনেক কৃষক হতাশা হয়ে পড়েছেন। সদর উপজেলার ভাদৈই গ্রামের কৃষক শহিদ মিয়া জানান, তিনি ৩ বিঘা জমিদে আঁউশ ধান আবাদ কেেরছন। ধান কর্তন শেষে বিক্রি করেছেন মন প্রতি ৩০০ টাকায়। তিনি বলেন পান খাওয়ার অভ্যাস আছে তাই এক মন ধান বিক্রি করে এক কেজি সুপারি কিনতে গিয়ে যাই বাজারে, ৪০০ টাকা সুপারীর কেজি তাই ১০০ টাকা কর্জ করে কিনতে হচ্ছে এক কেজি সুপারি। একই উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, এক বিঘা জমি আবাদ করতে প্রথমে জমি প্রস্তুত করতে হালের মেশিন কে দিয়েছি ৬শ টাকা, ধানের চারা ৬শ টাকা, রোপন কাজে শ্রমিক নিয়েছে ৯শ টাকা,অবিভিন্ন জাতের সার বাবত খরচ ৩শ টাকা, আগাছা দমনে শ্রমিক নিয়েছে ৩শ, কীটনাশক ২শ ও ধান কাটার সময় শ্রমিককে দিয়েছে ৯শ টাকা। সব মিলিয়ে মোট ৩হাজার ৮শ টাকা খরচ হয়েছে। আমার পরিশ্রমের কোনো মূল্য ধরি না। এক বিঘা জমিতে ধান উৎপাদন হয়েছে ১৪ মন। এখন মন প্রতি ৩শ টাকায় বিক্রি করলে বিক্রি হয় ৪ হাজার ২শ টাকা। তিনি জানান প্রতি মন ধানের মূল্য ৭শ থেকে ৮শ টাকায় বিক্রি হলে আমাদেও কিছু লাভ হতো।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *