বাহুবলে গাঁজা ব্যবসায়ীরা আবারও সক্রিয়

সাঈদ আহমদ- বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে গাঁজা ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠছে। প্রতিটি গ্রামেই রয়েছে গাঁজা ব্যবসার লোক। ফলে উঠতে বয়সের যুবক থেকে মধ্য বয়সী লোকজনের মাঝে গাঁজা সেবনের প্রবণতা লক্ষ্য করা গেছে। গাঁজার স্পট গুলো হচ্ছে আব্দানারায়ণ, রশিদপুর, হিলালপুর, নোয়াঐ, স্নানঘাট, আব্দাকামাল, ডুবাঐ, ভেড়াখাল, ইজ্জতপুর, কবিরপুর, নন্দনপুর, মহাশয়ের বাজার, সাটিয়াজুরী, দ্বিগাম্বর, পুটিজুরী, ভবানীপুর, বাহুবল, গোসাইবাজার। এসব এলাকায় গাঁজার জমজমাট ব্যবসায় জড়িয়ে আছে পুরুষের সাথে নারীরাও। অনুসন্ধানে দেখা গেছে, যারা গাঁজা সেবনকারী তারা কৌশলে ওই সব বাড়ি থেকে গাঁজা ক্রয় করে নিয়ে আসে। যদি কোন সময় বাড়িতে পুরুষ না থাকে তাহলে বাড়ির মহিলারাই গাঁজা বিক্রি করে থাকেন। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন মাঝে মধ্যে অভিযান চালালেও কোন অবস্থায়ই যেন গাঁজা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত বৃহস্পতিবার রাতে হিলালপুর গ্রামে অভিযান চালালে পুলিশ আরিফ উলাহ (৫০) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার পুত্র লিটন ও বাবুল পালিয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, ওই পরিবারের আয়ের উৎসই হচ্ছে গাঁজা ব্যবসা। এছাড়াও ছায়েদ, শাহজাহান, সানু সহ আরো অনেক রয়েছে। একটি সুত্র জানায়, যাদবপুর গ্রামের বাসিন্দা ও সিলেটের বিশ্ববিদ্যালয় পড়–য়া এক ছাত্রও গাঁজা ব্যবসায় জড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। জানা যায়, তার মাধ্যমেই খুচরা গাঁজা ব্যবসায়ীরা গাঁজার চালান পেয়ে থাকে। সচেতন মহলের দাবী এখনই গাঁজা ব্যবসায়ীদের রুখতে না পারলে ভবিষ্যতে আমাদের সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *