সাধারণ কাউন্সিলারদের অভিযোগ ॥ একটি বিশেষ মহলকে খুশি করতে ও তাদের পচন্দ মত কমিটি দিতে এমন রহস্যময় আচরন ॥ সভাপতি-সম্পাদক পদ পেতে জেলার নেতৃবৃন্দের নিকট তদবীরএক যুগ পর থানা ছাত্রলীগের সম্মেলন দেড় মাসেও কমিটি ঘোষণা হয়নি

জাহাঙ্গীর আলম- বার বছর পর চুনারুঘাট থানা ছাত্রলীগের সম্মেলন হলেও দেড় মাস পেরিয়ে যাচ্ছে কমিটির দেখা পাচ্ছেনা নেতা কর্মীরা। ফলে ছাত্র নেতাদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। দলীয় সূত্রে জানাযায়,র্দীঘ দিন অপেক্ষার পর গত ১১ জুলাই চুনারুঘাট থানা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে চুনারুঘাটের ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে দেখা দেয় প্রাণচাঞ্চল্য। উপজেলা সদরে ব্যানার, পেস্টুন, তুরন তৈরী করেন ছাত্র নেতাদের পক্ষে সাধারন ছাত্র ছাত্রীরা। তাদেরকে ভোটের জন্য কাউন্সিলরদের বাড়ি বাড়ি যেতে দেখা যায়। ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল সাড়া জাগায় উপজেলার ঝিমিয়েপড়া ছাত্রলীগ অঙ্গনে। জানাযায়, থানা ছাত্রলীগের সভাপতি পদে বায়োডাটা জমা দেন, য় এরপর পৃষ্ঠা-২ সোহেল আরমান, সুপ্রিয় বনিক, সাইদুল আলমগীর, মোহাম্মদ বিল্লাল, শফিকুল ইসলাম রুবেল, আবুল খায়েরসহ ১৫ জন। অপরদিকে সাধারন সম্পাদক পদে বায়োডাটা জমা দেন ইফতিকার রিপন, মোহাম্মদ হিরণ মিয়াসহ ১৭ জন। মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ অডিটরিয়ামে ছাত্রলীগের সম্মেলনে উপস্থিত ছিলেন, চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, চুনারুঘাট থানা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু পিপি, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি নাঈম হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, চুনারুঘাট থানা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান রিপন, সাধারন সম্পাদক সাইফুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, কামাল উদ্দিন মিলন। সারাদিন সম্মেলন চলার পর কাউন্সিলরা অধির আগ্রহে অপেক্ষা করছিলেন কাউন্সিলের জন্য। কিন্তু কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত সবাইকে হতাশ করে কাউন্সিল না করেই চলে যান। ঘোষনা করেন তারা জেলা থেকে কমিটি ঘোষনা দিবেন। তখন উপস্থিত নেতা কর্মীরা হতাশ হয়ে যান। অনেকেই ধারনা করছেন, একটি বিশেষ মহলকে খুশি করতে ও তাদের পচন্দ মত কমিটি দিতে এমন রহস্যময় আচরন করা হয়েছে। সাধারন ছাত্রলীগ নেতারা বলেন, গঠনতন্ত্র ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় চুনারুঘাট থানা ছাত্রলীগের কমিটি আসলে র্দীঘ দিনের ঝিমিয়ে পড়া ছাত্র রাজনীতিতে প্রাণ ফিরে আসবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *