মাদকাসক্তির কারণে দিন দিন দেশের পরিস্থিতি ভয়াবহ

এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বর্তমানে মাদকাসক্তি পরিস্থিতি ভয়াবহ। মাদকের নেশায় জড়িয়ে পড়ছে তৃনমুল যুবসমাজের সঙ্গে শিশু-কিশোররাও। শহরের স্কুুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে রাস্থায় বেড়ে ওঠা শিশুরাও ঝুঁকছে মাদকে। মাদক ব্যবসা এখন একটা মরণ ব্যধির মত ছড়িয়ে পড়ছে। তাছাড়া সর্বনাশা মাদক ইয়াবায় ছেয়ে গেছে সারাদেশ। প্রতি বছর ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি হচ্ছে হাজার কোটি টাকারও বেশি। ইয়াবা ছাড়াও মাদকের বাজারের প্রধান নেশার উপকরণ হচ্ছে ফেনসিডিল, হেরোইন, মদ, গাঁজাসহ বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেট এবং চেতনানাশক ইনজেকশন। আর এগুলো এতটাই সহজলভ্য শহরের অলিগলি শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তা ছড়িয়ে পড়েছে। হাত বাড়ালেই হাতের কাছে পাওয়া যায় মাদক। দেশের ১৩ থেকে ৩০ বছর বয়সী ছেলেমেয়েরাই মাদকাসক্ত দিকে বেশী ঝুকছে। আধুনিক বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা ভয়ঙ্কর। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এই মাদক নির্মূল সম্ভব নয়, এ ক্ষেত্রে প্রশাসন, পুলিশের পাশাপাশি সুধীমহল ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। সচেতন হতে হবে সবাইকে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *