ঢাকা-সিলেট মহাসড়ক ঝুঁকিপূর্নদুর্ঘটনার আশংকায় মাধবপুরের সোনাই ব্রীজ

হীরেশ ভট্টাচার্য্য হিরো -ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীর উপর ব্রীজটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ সাইনবোর্ড লাগিয়ে ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু কে শুনে কার কথা। প্রতিদিন এ ব্রীজের ওপর দিয়ে শত শত ভারী যানবাহন চলাচল করছে। সড়ক ও জনপথ বিভাগ সাইন বোর্ড দিয়েই দায় এড়িয়ে গেছেন। ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণের কার্যত কোনো পদক্ষেপ নেই। এতে করে ব্রীজটি দিন দিন আরো ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। পাথর, বালি সহ মালবোঝাই ট্রাক টেঙ্কলড়ি সহ বিভিন্ন যানবাহন বিনা বাধায় ব্রীজের ওপর দিয়ে চলাচল করছে। এ অবস্থায় যে কোনো সময় ব্রীজ ভেঙ্গে সিলেটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া আশংকা করছেন জনসাধারণ। প্রায় দুই বছর পূর্বে সোনাই নদীর ব্রীজ সহ মহাসড়কের ঝুঁকিপূর্ন ব্রীজ ও রাস্তা রক্ষার স্বার্থে যোগাযোগ মন্ত্রনালয় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ওজন নিয়ন্ত্রন যন্ত্র স্থাপন করে অতিরিক্ত মাল বোঝাই যানবাহন নিয়ন্ত্রনে চেষ্টা করে। কিন্তু কিছু দিন চলার পর এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। সংশিষ্ট সূত্র মতে ১৯৭১-৭২ সালে ওয়ার্ক প্রোগামে মাধ্যমে ব্রীজটি নির্মিত হয়। এর আয়ূস্কাল ধরা হয় ৫০ বছর। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই সোনাই নদীর ব্রীজের স্থানে স্থানে ভাঙ্গন ও ফাটল দেখা দিয়েছে। সড়ক ও জনপথ বিভাগ যান চলাচল স্টিলের পাটাতন দিয়ে ব্রীজটি জোড়াতালি দিয়েছে বেশ কিছু জায়গায়। ব্রীজটির ওপর গাড়ি উঠলেই কাপঁন শুরু হয়। এ সময় যাত্রীসাধারণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। কিন্তু মালবাহী যান নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নজরধারি নেই। এ অবস্থায় যে কোনো সময় ঝুঁকিপূর্ন ব্রীজটি ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যান মালের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান, ব্রীজটি নতুন করে নির্মাণ করতে সিলেট সড়ক ও জনপথ বিভাগের অফিস থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *