মিরপুর দক্ষিণ অঞ্চলে পুলিশ টহল জোরদার করায় ডাকাত আতংক কিছুটা কেটেছে

নুর উদ্দিন সুমন – ডাকাত ধরারজন্য একটি বিশেষ কমিটি গঠনের পরামর্শ দেন কুটান্দর বিশেষ আইন শৃংখলা সভায় পুলিশ ক্যাম্প করার সিদ্ধান্ত নেন। গত শনিবার থেকে পুলিশ টহল জোরদার করা হবে ফদ্রখলা, কোটান্দর, মির্জাটুলা, গুরুত্বপুর্ন প্রত্যেকটি পয়েন্টে পুলিশ টহল থাকবে। ডাকাত ধরা পড়লে দ্রুত থানা পুলিশের সহযোগিতা নেয়ার জন্য বলেন ওসি মোশারফ হোসেন। মিরপুর দক্ষিনাঞ্চলের ডাকাতদের আতংকে যুবতি মেয়েরা অনেকেই বাড়ি ঘড় ছেড়ে আতœীয় স্বজনেরর বাড়িতে অবস্থান করছে। ডাকাত প্রতিরাতে অবিনব কায়দায় প্রবাসী, চাকুরীজীবী ব্যবসায়ীর ঘরে হানাদিয়ে আসছে। গত কাল বৃহঃপতিবার বিকাল ৪ টায় কোটান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বিষয়ের উপর এলাকার সচেতনতার উপর এক আইন শৃঙ্খলা মিটিং করা হয়। মিরপুর ইউ নিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মাসুদ মিয়ার পরিচালনায় উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাহুবল থানার অসি মোশারফ হোসেন, মিরপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি সাইফুদ্দিন, ডাঃ এমদাদুল হক সবুজ, চানখা,শামীম আহমেদ, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এস আই নাইম,এএস আই নুরুল,বাছেত সহ এলাকার সকল ময়মুরুব্বি ও সচেতন মহলের নেতৃবৃন্দ। পরে মেম্বারার মাসুদ মিয়া ও এলাকার কমিটির কাছে টস লাইট ও বাসি প্রদান করেন। উলেখ্য গত ১৫ আগষ্ট গভীর রাতে সেনাসদস্য নানকা ও সৌদি প্রবাসি মকছুদ ব্যবসায়ী জিতু হাজ্বীর বাড়ীতে হানাদিয়ে হাত পা বেঁধে মারধর ও লোটপাট করে নিয়ে যায় পড়ে থানায় অভিযোগ দায় করেন। পরে পুলিশ ডাকাতদের ধরতে ব্যাপক উদ্যোগ নেয়

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *