সৌদি প্রবাসী হাছান আলীর ইন্তেকাল, প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া

মোঃ মিজানুর রহমান, সৌদি আরব – সৌদিআরব মক্কা নগরীর অতি পরিচিত বাঙ্গালী নাম হাছান আলী। প্রায় দীর্ঘ ত্রিশ বছরের প্রবাস জীবন কাটিয়েছেন এই পবিত্র মক্কা নগরীতে। হাছান ভাই নামে এক নামে সবাই তাকে চিনত। গত ৩১ আগষ্ট সোমবার হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে তাৎকনিক সহানীয় জাবালে নূর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে প্রায় ৩০ মিনিটের মধ্যেই হার্টষ্টোক করে মারা গেছেন বলে কর্তব্যরত ডাক্তারগন জানান। ইন্না.ওয়া.রাজি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০। হাছান আলীর মৃত্যুর কিছ্ক্ষুনের মধ্যেই প্রবাসী ফেইসবুক বন্ধুরা এ সংবাদ প্রচার করেন পুরো সৌদিআরব তথা বিভিন্ন দেশে অবসহানরত বাঙ্গালীদের কাছে। ফেইসবুক ব্যবহারকারী সকলেই মৃত হাছান আলীর আত্মার বিদ্রেহী মাগফেরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে হাছান আলীর মৃতদেহ এখন পর্যন্ত নূর হাসপাতালের হীম ঘরেই সংরক্ষীত রয়েছে। বাংলাদেশে হাছান আলীর পরিবার এবং সৌদি কপিলের যৌত সিদ্ধান্তে আগামী রবিবার বিশ্বের শ্রেষ্ঠতম পবিত্র সহান পবিত্র কানায়ে কাবা গৃহে নামাজের জানাজা শেষে পাহাড়ী এলাকার কোন এক কবর স্হানে সমাহিত করা হবে বলে তার ছোটভাই আবুল কাশেম সুজন জানান। উল্লেখ্য মরহুম হাছান আলী চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজনের ছোট ভাই এবং চুনারুঘাট আশরাফ এন্টারপ্রাইজ এর মালিক আলহাজ্ব মাওলানা আতাহার আলীর বড় ভাই ছিলেন

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *