আখাউড়া-সিলেট রেল সেকশনের মাধবপুরের ৯টি ষ্টেশনের বেহাল দশা

হীরেশ ভট্টাচার্য্য হিরো- আখাউড়া-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলায় অবস্থিত ৯টি রেল ষ্টেশনের বেহাল অবস্থা। যাত্রী সেবার মান বলতে যা আছে তা শূন্যের কোঠায়। ঘন্টার পর ঘন্টা যাত্রীদের অপেক্ষা করতে হয় চরম দূর্ভোগের মধ্যে। আখাউড়া সিলেট রেল সেকশনে মাধবপুর উপজেলায় ৩য় ও ৪র্থ শ্রেণীর যাত্রী সেবার মোট ৯টি রেল ষ্টেশন রয়েছে। এর মধ্যে কাশিমনগর, শাহপুর, তেলিয়াপাড়া ও ছাতিয়াইন রেল ষ্টেশন যাত্রী সেবার দিক দিয়ে ৪র্থ শ্রেণী। এই ৪টি ষ্টেশনের মধ্যে শুধুমাত্র তেলিয়াপাড়া, মনতলা, কাশিমনগর, নোয়াপাড়া, শাহজীবাজার কুশিয়ারা-বাল্লা ট্রেন যাত্রা বিরতী দেয়। সেই সাথে কুশিয়ারা ট্রেন ছাড়া শাহপুর ষ্টেশনে বাল্লা ট্রেন যাত্রা বিরতী দেয়। যাত্রী সেবার দিক দিয়ে ৩য় শ্রেণী অন্তর্ভূক্ত হরষপুর, মনতলা, তেলিয়াপাড়া, নোয়াপাড়া, শাহজীবাজার এই ৫টি ষ্টেশনে যাত্রীরা সবচেয়ে বেশী ভোগান্তির শিকার হয়। এই ষ্টেশনগুলো রেল কর্তৃপক্ষের দৃষ্টিতে যাত্রীসেবার দিক দিয়ে ৩য় শ্রেণীর হলেও টেকনিক্যাল দিক দিয়ে ২য় শ্রেণীর। হরষপুর, মনতলা, নোয়াপাড়া, শাহজীবাজার ষ্টেশনগুলিতে আন্তঃনগর পারাবত, পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস সহ সবগুলো ট্রেন যাত্রা বিরতি দেয়। ষ্টেশনগুলোতে শত শত যাত্রী ঘন্টার পর ঘন্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় একেবারেই দুর্বিসহ অবস্থার মধ্য দিয়ে। নিয়ম অনুযায়ী এসব ষ্টেশনে যাত্রীদের সুযোগ সুবিধার জন্য একটি করে বুকষ্টল ও ক্যান্ট্রিন থাকার কথা থাকলেও এসবতো দূরের কথা কোন কোন ষ্টেশনে যাত্রীদের ব্যবহারের জন্য টয়লেট পর্যন্ত নেই, নেই পানিয় জলের সু-ব্যবস্থা। কোন কোনটিতে টয়লেট থাকলেও দীর্ঘদিন যাবৎ ব্যবহারের অনুপযোগী। সবকিছু মিলিয়ে অপেক্ষমান শত শত যাত্রীদেরকে এসব ষ্টেশনে চরম দূর্ভোগের মধ্যে সময় কাটাতে হচ্ছে। এলাকার সচেতন মহল ওই ষ্টেশনগুলোর সমস্যা সমাধানের জরুরী ভিত্তিতে সুদৃষ্টি দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের জোর দাবী জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *