চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ২০০৬ সালের পর আবারও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৭ সালের ১ থেকে ১৯ জুন পর্যন্ত ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বিশ্বকাপের পর এটি আইসিসি আয়োজিত দ্বিতীয় ওয়ানডে টুর্নামেন্ট। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭টি ম্যাচ হবে। আটটি দলকে দুটি ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনাল খেলবে। বিজয়ী দল খেলবে ফাইনাল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে ভারত। বাংলাদেশের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে অস্ট্রেলিয়া (১২৭), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১০), নিউজিল্যান্ড (১০৯), শ্রীলঙ্কা (১০৩), ইংল্যান্ড (১০০) ও পাকিস্তান (৯০)। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারিয়েছে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা আট দল অংশগ্রহণ করে। বর্তমান র‌্যাংকিংয়ে ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮। ঘরের মাঠে পাকিস্তানকে হোম সিরিজে হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে টপকে র‌্যাংকিংয়ে আটে উঠে আসে বাংলাদেশ। পাকিস্তানের পর ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সাতে উঠে আসে বাংলাদেশ। ৩০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হত বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ সাতে উঠে আসে। কিন্তু গত জুলাই মাসের পর থেকে র‌্যাংকিংয়ে পিছায়নি টাইগাররা। ‘মিনি বিশ্বকাপ’ এই টুর্নামেন্টটির প্রথম আয়োজক ছিল বাংলাদেশ। ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি নামে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট চালু করে আইসিসি। দক্ষিণ আফ্রিকা সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০০ সালে এর আয়োজক ছিল কেনিয়া। দুই বছর পর টুর্নামেন্টের নাম পাল্টে নামকরণ করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের রেকর্ড তলানিতে। আট ম্যাচে বাংলাদেশের জয় মাত্র এক ম্যাচে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল লাল-সবুজ জার্সীধারীরা। এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার কাছে একবার করে হেরেছে বাংলাদেশে। ওয়েষ্ট ইন্ডিজের সঙ্গে দুবারের মুখোমুখিতে দুবারই হেরেছে টাইগাররা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *