চুনারুঘাটের ফেইসবুক আইডি! তুমি কার, রুখবে কে?

♦মোস্তাক আহাম্মদ♦
সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ‘ফেইসবুক’ এখন শক্তিশালী গণমাধ্যমে পরিণত হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ‘ফেইসবুক’কে এখন মুখপাত্র হিসেবে ব্যবহার করছে। তথ্যপ্রযুক্তির এই যুগে সারাদেশের মত চুনারুঘাটেও ‘ফেইসবুক’ ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে। সেইসাথে ‘চুনারুঘাট’ নামেও বেশকিছু আইডি বা পেইজ চালু রয়েছে। দুঃখজনক হলো বেশকিছু আইডি বা পেইজ বেনামে অপপ্রচারও চালাচ্ছে। আসুন একটু বিশ্লেষণ করি ‘চুনারুঘাট’ নাম ব্যবহার করে ফেইসবুকে কি হচ্ছে ?

          প্রথমেই আসা যাক রাজনৈতিক নাম ব্যবহার প্রসঙ্গে। ‘চুনারুঘাট’ ছাত্রলীগ’, ‘চুনারুঘাট’ পৌর ছাত্রলীগ’, ‘চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগ’, ‘চুনারুঘাট থানা ছাত্রদল’, ‘চুনারুঘাট উপজেলা ছাত্রদল’, ‘চুনারুঘাট কলেজ ছাত্রদল’, ‘তরুনদল চুনারুঘাট উপজেলা’, ‘চুনারুঘাট উপজেলা তরুনদল’, ‘চুনারুঘাট উপজেলা কৃষকলীগ’, ‘শ্রমিকলীগ চুনারুঘাট হবিগঞ্জ’, ‘শিবির চুনারুঘাট সরকারি কলেজ’, ‘পেশাজীবী দল চুনারুঘাট’, ‘ছাত্র মজলিস চুনারুঘাট উপজেলা’ ‘ইসলামী যুব সংগ্রাম পরিষদ, চুনারুঘাট’ প্রভৃতি নামধারী ফেইসবুক আইডি দেখা যায়। আইডিগুলো যাচাই-বাছাই করলে দেখা যায় প্রায় প্রতিটি আইডিতেই ব্যক্তিগত পোস্ট এর সংখ্যা বেশী। কিছু কিছু পেইজে একক কোন ব্যক্তির গুণকীর্তন। স্থানীয় রাজনৈতিক শাখার হলেও বেশীরভাগ আইডিতেই কেন্দ্রীয় বা জেলা শাখার কোন খবর বা কোন অনুষ্ঠানের অগ্রীম সূচী বা কোন কর্মপরিকল্পনা নাই।

            ফেইসবুকে চুনারুঘাটের সংবাদ নির্ভর আইডিগুলো সবচেয়ে জনপ্রিয়। ‘চুনারুঘাট নিউজ.কম’ ‘চুনারুঘাট নিউজ২৪.কম’ ‘চুনারুঘাটের খবর’, ‘চুনারুঘাটের সংবাদ’, ‘দৈনিক চুনারুঘাট’, ‘চুনারুঘাটের জানা অজানা নিউজ’, ‘চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি’ ‘চুনারুঘাট বিডি নিউজ’ প্রভৃতি আইডিগুলো নিয়মিত সংবাদ দিয়ে থাকে। তবে কিছু কিছু পেইজে ব্যক্তিগত পোস্ট, ছবি থাকে অথবা নিউজ আপডেট না থাকায় পুরোনো খবর দেখা যায়। ‘তাজা খবর চুনারুঘাট’ নামে একটি পেইজ চুনারুঘাটের ছাত্রলীগ এক নেতার নামে কুৎসা রটায়। ওই ছাত্রলীগ নেতা পেইজটির বিরুদ্ধে চুনারুঘাট থানায় জিডি করলে পেইজটি বর্তমানে ‘গরম খবর চুনারুঘাট’ নামে অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করেন ছাত্রলীগ নেতা।

           ‘ইউএনও অফিস চুনারুঘাট’, ‘চুনারুঘাট উপজেলা পরিষদ’, ‌‍‘উপজেলা প্রশাসন চুনারুঘাট’, ‘শিক্ষা অফিস চুনারুঘাট, হবিগঞ্জ’ নামে পেইজ মোটামুটি তথ্যবহুল হলেও আপডেট খবর নিয়মিত থাকেনা। তবে ‘উপজেলা প্রশাসন চুনারুঘাট হবিগঞ্জ’ নামে আরো একটি পেইজ থাকায় কোনটি প্রশাসনের এ নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে মতবিরোধ রয়েছে।

        ‘আমরার বাড়ী চুনারুঘাট’ নামে বেশ জনপ্রিয় ফেইসবুক গ্র“প আছে, এখানে নিয়মিত চুনারুঘাটের ছবি, পোস্ট থাকে, পাশাপাশি ব্যক্তিগত লেখার বাহুল্যতাও নজরে আসে। ‘চুনারুঘাটের রাজাকার’ পেইজে রাজাকার বা ৭১’ এর শান্তি কমিটির নামের তালিকা নাই । ‘মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট’ নামে পেইজটি মানবাধিকার চর্চার কতটুকু অনুশীলন করছে প্রশ্ন থেকে যায়। ‘চুনারুঘাটের গোপন তথ্য’-এ গোপন খবর কম, আবেগময় ভালবাসার কথার ছড়াছড়ি। ‘চুনারুঘাটের সূর্য সন্তান’ পেইজে কোন সূর্যসন্তানের ছবি নাই। ‘চুনারুঘাটের গ্রন্থাগার’ – এ পাওয়া গেলনা ভাল বইয়ের নাম, পাওয়া গেল ইসলামিক দাওয়াতনামা, লিফলেট প্রভৃতির নাম। ‘আমাদের কৃষি চুনারুঘাট হবিগঞ্জ’ – এ কৃষির খবর পর্যাপ্ত নাই। ‘আলোকিত চুনারুঘাট’ – এ আলোকিত কিছু পাওয়া গেলনা। ‘জেগে উঠো চুনারুঘাট’ – এ কিছুই জেগে উঠলো না। ‘ ‘চুনারুঘাটের নাগরিক’ – এ কোন নাগরিক বিড়ম্বনার খবর নাই। ‘হৃদয়ে প্রিয় চুনারুঘাট’–-এ প্রিয় চুনারুঘাটের ভাল কোন খবর বা ছবি নাই। ‘চুনারুঘাটের রাজনীতির হালচাল’ -এ কতটুকু হালচাল প্রশ্ন থাকলো। ‘চুনারুঘাটের ছেলে’ তে কোন ছেলে বা ছেলেদের কথা বলা হলো বুঝলাম না। ‘সেইরকম চুনারুঘাট’- এ সেইরকম কিছু নাই। ‘সচেতন চুনারুঘাট’ সচেতনতামূলক কোন খবর বা ছবির দৃশ্য চোখে পড়েনি। ‘আমাদের চুনারুঘাট আমাদের অহংকার’-–এ কী অহংকার ? ‘চুনারুঘাটের সেরা বালক’-কে? ‘মহিলা হোস্টেল চুনারুঘাট’-কোথায়? ‘ললিতা এখন চুনারুঘাটে’-কোন ললিতা? ‘চুনারুঘাটের বস বস বস’-কোন বস? ‘চুনারুঘাট আমার বাড়ী’–-কার বাড়ী? ‘চুনারুঘাটের কিং’ – কে? ‘আমাদের চুনারুঘাট’ এ কী হয়? ‘চুনারুঘাট চুনারুঘাট’ কী? ইত্যাদি প্রশ্ন করা যেতেই পারে।

        চুনারুঘাটের জনপ্রিয় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ধামালি, চুনারুঘাট’-এ কোন আপডেট ছবি বা খবর নাই, ‘পদক্ষেপ গণ পাঠাগার’, ‘সোনালী প্রত্যাশা সামাজিক সংগঠন’ তাদের নিয়মিত আপডেট খবর দেয়। ‘বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চুনারুঘাট’, ‘প্রত্যাশা সাংস্কৃতিক পরিষদ চুনারুঘাট’, ‘ডিসিপি হাই স্কুল চুনারুঘাট’, ‘চুনারুঘাট জাগরণ সামাজিক সংগঠন’ প্রভৃতি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো চাইলে আরো ভালো সামাজিক, সাংস্কৃতিক চর্চা ফেইসবুকে করতে পারত।

        এখানে শুধুমাত্র ‘চুনারুঘাট’ নাম দিয়ে আইডি বা পেইজের কথা আলোচনা হলো, যদিও ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে অসংখ্য আইডি বা পেইজ আছে যা আরেক কিস্তিতে আলোচনা হতে পারে। সেগুলোও আকর্ষণীয় বা চটকদার বা বৈষম্যমূলক। বৈষম্যমূলক কোন ফেইসবুক আইডি বা পেইজ আইন ও নৈতিকতা বিরোধী। ‘চুনারুঘাটের চামার’ বা ‘চুর চামারের দুনিয়া’ নামে কোন ফেইসবুক আইডি বা পেইজ থাকতে পারেনা। ‘চুনারুঘাট ’ নামে অন্যের অপপ্রচার মানে চুনারুঘাটেরই অপপ্রচার। অন্যের অপপ্রচার, কুৎসা রটানো, মিথ্যা সংবাদ পরিবেশন তথ্যপ্রযুক্তি আইনে দন্ডনীয় অপরাধ। বাস্তবতা হলো আকাশচুম্বী স্বপ্ন সবাই দেখে। কতটুকু পূরণ হলো যিনি স্বপ্ন দেখেন তিনিই ভাল জানেন। তথ্যপ্রযুক্তির এ পর্যায়ে আমরা চুনারুঘাটকে নানান রঙ্গে-ঢঙ্গে সাজিয়েছি। এগুলো দেখবে কে? এসব অপপ্রচার আমাদেরকে কলুসিত করছে। এখনই রুখতে না পারলে আপনিও পরতে পারেন অপপ্রচারের রঙ্গে। তাই আসুন ফেইসবুকে চুনারুঘাটকে ভালবাসি, চুনারুঘাটের ফেইসবুক হোক আরো তথ্যবহুল, স্বপ্নময়।

♦লেখক♦ আইনজীবী, বাংলাদেশ সুপীমকোর্ট ও উপদেষ্টা, সাপ্তাহিক প্রথমসেবা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *