Daily Archives: March 29, 2017

রোববার থেকে এইচএসসি পরীক্ষা শুরু

প্রথম সেবা ডেক্স : সারা দেশে আগামী ২ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত কয়েক বছর ধরে ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও এবার ওই দিন শনিবার হওয়ায় এক দিন পরে এই পরীক্ষা শুরু হচ্ছে। এদিকে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির এক সভা আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রণালয় সূত্র জানায়, সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ২ এপ্রিল থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে পরের দিন ১৬ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক ...

উন্নয়ন কাজ পরিদর্শন করতে উমেদনগরে মেয়র গউছ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেছেন উন্নয়ন কাজের গুনগত মান হতে হবে শতভাগ। এ ব্যাপারে কোন আপোষ করা হবে না। হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় পৌরসভার চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকালে মেয়র উমেদনগর এলাকা পরিদর্শন করতে যান। উন্নয়ন কাজ পরিদর্শন ও জনগনের নাগরিক সুবিধার মান পর্যবেক্ষন করতে তিনি চষে বেড়ান উমেদনগরের বিভিন্ন এলাকা। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন প্রকল্প ইউজিপ-৩ এর রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি উন্নয়ন কাজের ত্রুটিগুলো চিহ্ণিত করেন। এ ব্যাপারে চলমান কাজগুলোর শতভাগ মান বজায় রেখে পরিচালনা করতে সংশিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। উমেদনগর এলাকা পরিদর্শনকালে তিনি স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবহিত হন। হবিগঞ্জ ...

চুনারুঘাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টায় ডিবির এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হল, উপজেলার শাকির মাহমুদ গ্রামের মৃত আব্দুল মমিনের পুত্র মনিরুজ্জামন (২৭) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রাজপাড়া এলাকার আব্দুর রহমানের পুত্র আব্দুল হাকিম (৩৬)।