আড়াই বছর পর আবারও মেয়রের আসনে জিকে গউছ

এম আই সজিব ॥ প্রায় আড়াই বছর পর আবারো পৌরসভার মেয়রের আসনে বসেছেন আলহাজ্ব জি, কে গউছ। পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল রবিবার সকাল ১০ টায় পৌরভবনে এসে পৌছুলে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মেয়র জি, কে গউছকে ফুলের শুভেচ্ছা জানান। পৌরসভার মেয়রের কক্ষে এ সময় খতমে কোরআন ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার সকল নাগরিককের জীবনমান উন্নয়ন ও মেয়রের নতুন করে দায়িত্বপালনে সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। ২০১৪ সালের ১০ নভেম্বরের পর এই প্রথম মেয়র আলহাজ্ব জি, কে গউছ মেয়রের কক্ষে তার আসনে বসলেন। মোনাজাত শেষে মেয়র হবিগঞ্জ পৌরসভায় কর্মরত বিভিন্ন পদে দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠকে বসেন। তিনি হবিগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন এবং পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে কর্মকান্ড গতিশীল করতে সকলের প্রতি আহবান জানান। মেয়র আলহাজ্ব জি, কে গউছ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কারাগারে থেকেই হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে ৩য় বারের মতো নির্বাচিত হন। তিনি সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ৭শ ৩৯ দিন কারাবাসের পর চলতি বছরের ৪ জানুয়ারী সিলেট কারাগার থেকে উচ্চ আদালতের রায়ে জামিনে মুক্তি পান। ২৩ মার্চ তিনি হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বে ফেরার ১১ দিনের মাথায় গত ২ এপ্রিল মন্ত্রণালয় আবারো মেয়র পদ হতে তাকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়। সিলেট ও রাজশাহীর মেয়রসহ দেশের ৩ জন মেয়রকে এভাবে বরখাস্ত করায় ব্যাপারটি টক অব দ্য কান্ট্রিতে পরিনত হয়। পরে ওই বরখাস্তের দুদিনের মাথায় তিনি আবারো মেয়র পদ ফিরে পান। পরে ১২ এপ্রিল তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *