শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ॥ ৩ ঘন্টা পর চালু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এঘটনায় তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল সকাল ৬ টার দিকে সিলেট-ঢাকা ও চট্টগ্রাম লাইনে ট্র্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শনিবার রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের দাউদনগর বাজার রেল গেইটের কাছে সিলেটগামী উপবন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনের যাত্রাবিরতী শেষে সিলেট যাবার পথে ট্রেনটি ৩ নাম্বার লাইন দিয়ে ক্রস করতে গিয়ে লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনের ইঞ্জিনের সহায়তায় উপবনের বগিগুলো সিলেট নিয়ে যাওয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মোঃ মানিক মিয়া বিষয়টি প্রথম সেবাকে নিশ্চিত করে বলেন, এক লাইন থেকে অপর লাইনে ক্রস করতে গিয়ে উপবন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *