চুনারুঘাট পৌর শহরের একটি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করার অভিযোগ
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর শহরের একটি নিরীহ পরিবারকে জোরপূর্বক বাড়িতে থেকে উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর শহরের চন্দনা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অভিযোগ সুত্রে জানাযায়, পৌর শহরের আব্দুল হাসিমের ছেলে কদর আলী তার বাবার বিটা বাড়িতে ঘর নির্মাণের জন্য শ্রমিক দিয়ে কাজ শুরু করেন। ঘর নির্মাণ কাজ শুরু করা পর একদল দুর্বৃত্তরা কদর আলীর বাড়িতে হামলা চালায়। পরে হামলকারীরা বাড়ি থেকে উচ্ছেদ না হলে প্রাণনাশে ভয়ভীতি প্রদর্শন করে। এদিকে জমিজামা নিয়ে দীর্ঘ দিন যাবৎ একই এলাকার মৃত সফর আলীর ছেলে জাহাঙ্গীর মিয়ার সাথে বিরোধ চলে আসছে। এই জের ধরে ঘটনার দিন ঘর নির্মাণকালে সে বাধা দেয়। পরে জমি থেকে উচ্ছেদ করার লক্ষে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে জাহাঙ্গীর মিয়া। এদিকে পৌর মেয়র নাজিম উদ্দিন ঘর নির্মান করার জন্য আর্থিক সাহায্য প্রদান করেছেন। পরে উচ্ছেদে বিষয়ে কদর আলীর স্ত্রী বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Share on Facebook
Leave a Reply