চুনারুঘাটে (অবঃ) প্রাপ্ত সেনা সার্জেন্টকে মামলা দিয়ে হয়রানী

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের অবঃসর প্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব মোঃ মহরম আলী প্রকাশ লালু মিয়াকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানাযায়, একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আলম গংদের সাথে মহরম আলী গত ২৯মে দুপুর ১টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ার সৃষ্টি হয়। পরে বিষয়টি মিমাংশার জন্য স্থানীয় লোকজন বৈঠকের দিন ধার্য করেন। কিন্ত আলম গংরা বিচার সালিস না মেনে তার বৃদ্ধ মা কুরছিয়া খাতুনকে বাদী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করে। পরে গত ৩ জুন সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করে কুরছিয়া খাতুন। সংবাদে বলা হয় মুছিকান্দি পূর্ব পাহাড়ের সন্ত্রাসী লালু বাহিনীর আক্রমনে এক বিধবা গৃহহারা হয়েছেন। যা আদৌ সত্য নয়। এদিকে আলম মিয়া, আবু তাহের, আব্দুল মন্নান ও তাজুল্লা গংদের বিরুদ্ধে বন বিভাগের একাধিক মামলা রয়েছে। কিন্ত হাজী মহরম আলীর বিরুদ্ধে তার জীবনে কোন মামলা নেই। এমন কি তার ছেলেদের বিরুদ্ধেও কোন মামলা নেই। প্রকৃত ঘটনা হল মহরম আলীকে মামলা দিয়ে ফাঁসাতে এ ধরণের মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। অবসরপ্রাপ্ত মহরম আলী এলাকার সুনাধন্য একজন ব্যক্তি। তার সুনাম নষ্ট করার জন্য একটি মহল মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশ করছে। সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার জন্য সেনা সার্জেন্ট মহরম আলী প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন। অপরদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, কুরছিয়া খাতুন একজন মামলাবাজ। আদালতে তাদের বিরুদ্ধে অনেক মামলা ছিল এবং রয়েছে।
মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- মুছিকান্দি পূর্ব পাহাড়ে লালু বাহিনী নামে কোন সন্ত্রাসী বাহিনী নেই। আমি কোনদিন এধরণের বাহিনীর নাম শুনিনি। মিরাশী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- মহরম আলী খুব ভাল মানুষ। তিনি বলেন আমি ১৪ বছর চেয়ারম্যান থাকাকালীন সময়ে ওই ইউনিয়নে লালু বাহিনী নামে কোন সন্ত্রাসী বাহিনী ছিলনা, বর্তমানেও এধরণের বাহিনীর নাম শুনীনি। আসলে এ বিষয়টি একজন সম্মানী ব্যক্তির সম্মানহানী ছাড়া কিছুই না। তিনি আরো বলেন, বিষয়টি নিষ্পত্তির জন্য বর্তমান চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *