মফিজ উদিদীন চৌধুরী দাখিল মাদরাসার ছাত্র ও অভিভাবকদের নিয়ে এএসপি রাজু’র মতবিনিময়

আজিজুল হক নাছির ॥ চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে প্রতিষ্ঠিত মফিজ উদদীন চৌধুরী দাখিল মাদরাসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে বাংলাদেশ পুলিশ প্রসাশনের সম্পর্ক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় সেতুবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মে এ উপলক্ষে মাদরাসার অডিটরিয়ামে এ সেতুবন্ধন সভা অনুষ্টিত হয়। সেতুবন্ধন সভায় স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও ময়নুল হাসান রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন- মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজুু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- থানার এসআই এসআই বিপ্লব কুমার এবং মোস্তফা কামাল, মাদ্রাসার শিক্ষা উপদেষ্টা প্রভাষক এহতেরামুল হক সোহাগ প্রতিষ্টানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রাজু আহমেদ বলেন পুলিশকে জনগনের বন্ধু আখ্যায়িত করে বলেন, বর্তমান সময়ে একটি উগ্রপন্থি দল ইসলামের নামে নিরীহ মানুষকে হত্যা করে দেশ ও সমাজকে অস্থিতিশীল করে তুলেছে। তারা ধর্মের নামে মানুষ মেরে ধর্মের দোহাই দিয়ে একশ্রেণীর মানুষ কে পুজি করছে। তারা দেশের আইন শৃঙ্খলার বিঘœ ঘটাচ্ছে। ইসলামের কোথাও জঙ্গিবাদের স্থান নেই। তিনি আরও বলেন ইসলাম শান্তির ধর্ম। সবাই প্রশাসনের সাথে সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, এ ধরনের মতবিনিময় সভা ইতিপূর্বে অগ্রণী উচ্চ বিদ্যালয়েও অনুষ্টিত হয়েছে। সভা শেষে মিলাদ পরিচালনা করেন মাওলানা মো:আবুল কাশেম।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *