সাতছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কাউন্সিল সভার মাধ্যমে সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় জাতীয় উদ্যানে ইউএসএইড এর অর্থায়নে ও বেসরকারি সংস্থা সিএনআরএস কর্তৃক বাস্তবায়নাধীন ক্রেল প্রকল্পের সহযোগিতায় সহ-ব্যবস্থাপনা কাউন্সিলের সভাপতি ও উপজেলা নির্বাহী সিরাজাম মুনিরার সভাপতিত্বে প্রথম অধিবেশনে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন সিরাজাম মুনিরা। এতে উপস্থিত বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, সহকারি বন সংরক্ষক তবিবুর রহমান, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন, বিট কর্মকর্তা আনিসুজ্জ¥ান, ক্রেল প্রকল্পের কমিনিউকেশন ম্যানেজার ওবায়দুল ফাত্তা তানভির, স্পেসালিষ্ট জিনাত আফরোজ, রিজওনাল কো-অর্ডিনেটর পলাশ সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াহেদ আলী মাষ্টার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার, কোষাধ্যক্ষ সাইফুল আলম রুবেল, শিক্ষক বশির মিয়া, প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, সাংবাদিক শংকর পাল সুমন, ব্যবসায়ী মোঃ শামসুল হক, পিপলস ফোরামের সভাপতি শফিকুল ইসলাম আবুল, সহ-সভাপতি রাবেয়া খাতুন, শফিক মোল্লা, চিত্ত দেববর্মা, মোবাশ্বির হোসেন, প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সহ-ব্যবস্থাপনা কাউন্সিল সদস্যরা বিভিন্ন গ্রুপ থেকে সদস্য নির্বাচন করে দ্বিবার্ষিক সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সদস্যদের মতামতের ভিত্তিতে দেওরগাছ ইউনিয়নের চেয়্রাম্যান আলহাজ্ব শামছুননাহারকে সভাপতি, প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেবকে কোষাধ্যক্ষ এবং ভোটের মাধ্যমে সাংবাদিক আবুল কালাম আজাদকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন পদাধিকার বলে সদস্য সচিব মনোনীত করা হয়। উক্ত কমিটি সাতছড়ি জাতীয় উদ্যান সংরক্ষনে আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। কমিটির সদস্যরা জাতীয় উদ্যান সংরক্ষনে বনের চার পাশের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *