অসহনীয় যানজটের কবলে চুনারুঘাট পৌর শহর

খন্দকার আলাউদ্দিন ॥ অসহনীয় যানজটের কবলে চুনারুঘাট পৌর শহর। ৫ মিনিটের রাস্তা যেতে সময় লাগে ৪০ মিনিট। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, উপজেলার সর্বোচ্চ কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, ১০টি ইউনিয়ন চেয়ারম্যান, ব্যবসায়ী কল্যান সমিতি ব্যাকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়াসহ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলেই যানযটের কবলে পড়ে উহ্-আহ্ করছেন। কিন্তু বাস্তবে উহ্-আহ এর কোন সুরাহা দেখা যাচ্ছে না। পৌর সভার মেয়র ইতিমধ্যে ৭টি সংঘটনের সাথে পৃথক পৃথক বৈঠক করেছেন। সর্বশেষ ৭টি সংঘটনকে নিয়ে রশিদপুর চা বাগানে একান্ত নিরবিলি বৈঠক করে যানযট নিরসনের সিদ্ধান্তে পৌছেন। কিন্তু তারপরও যেন অদৃশ্য কারণে বাঁধা রয়েছে যানযটের প্রেতাত্মা। কিন্তু সে কে? কোথায়? উপজেলার সাধারণ নাগরিক সাংবাদিকদের পেলেই ধিক্কারের সুরে বলেন কোথায় সাংবাদিকরা লিখেন না কেন। কিন্তু জাতীয়, স্থানীয়, অনলাইন মিডিয়ায় সর্বত্র লিখা হচ্ছে। কেহই কর্নপাত করছেন না। যানজট পরিস্থিতিতে সবাই যেন কানে কম শুনেন ও চোখে কম দেখেন। বিবেক তারা করে যানজটের অসহনীয় অবস্থা লিখতে হয়। এ লিখা শুধু মনের ভাব প্রকাশ করা। কিন্তু বাস্তবে কতটুকু সুফল বয়ে নিয়ে আসবে জানা নেই। আসুন সাধারণ নাগরিকের কথা ভাবি, যানজট লাগবে সকলে এক কাতারে দাঁড়াই।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *