চুনারুঘাটে বালু উত্তোলন নিয়ে দু’পক্ষ মুখোমুখি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের সুতাং নদীর ‘গ’ অংশের বালু উত্তোলন নিয়ে দুই বালু ব্যবসায়ী মুখোমুখি অবস্থানে রয়েছেন। যেকোন সময় ঘটতে পারে সংঘর্ষ। গত ৯ জুন শুক্রবার দুপুরে দেওরগাছ বাজারে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, সুতাং নদীর ‘গ’ অংশ থেকে জিতু মিয়া নামে এক ব্যবসায়ী বালু উত্তোলন করে দেওরগাছ বাজারে নিয়ে আসেন। এ সময় অপর পক্ষ মিজান গ্রুপ বাধা প্রদান করে। পরে দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। স্থানীয়রা চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। বালু উত্তোলনের বিষয়ে ব্যবসায়ী জিতু মিয়া জানান, তিনি লিজ পেয়েছেন। তাই তিনি বালু উত্তোলন করছেন। অপর পক্ষের বালু ব্যবসায়ী মিজান জানান, তিনি কোন ধরণের বালু উত্তোলনের অর্ডার না পেয়েই বালু উত্তোলন শুরু করেন। তাই এলাকাবাসীসহ আমরা বাধা দেই। যাতে কেউ অবৈধভাবে সুতাং নদী থেকে বালু উত্তোলন করতে না পারে। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরি¯ি’িত নিয়ন্ত্রনে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিত শান্ত রয়েছে। এ বিষয়ে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সহকারী পরিচালক এসএম আশরাফুল আবেদীন আশা জানান, সুতাং নদীর ‘খ’ অংশ ব্যতীত আর কোন অংশে লিজ নেই। ‘খ’ অংশ হাইকোর্ট ৬ মাসের জন্য বালু উত্তোলনের অর্ডার দেয়া হয়েছে। মুলত ‘গ’ অংশে কোন প্রকার লিজ নেই।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *