হবিগঞ্জে পাউবোর জমি ব্যক্তি মালিকানা দেখিয়ে বিক্রি
হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমি কৌশলে বিক্রি করে দিয়েছে এক ব্যক্তি। অধিগ্রহণের সময় সরকার থেকে জমির মূল্য নিলেও মাঠ জরিপে নিজের নামে উঠিয়ে নেয়। আর এ কাগজ দিয়েই তা বিক্রি করে দিয়েছে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড জমিটি রেজিস্ট্রি না করতে জেলা রেজিস্ট্রারের নিকট চিঠি দিলেও তারা তা খুলেই দেখেনি। এর মাঝেই জমিটি রেজিস্ট্রি করে দিয়েছেন সাবরেজিস্ট্রার। আর এতে রীতিমতো হতবাক হয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, খোয়াই নদীর বাঁধের জন্য শহরের কামড়াপুর এমএ রব ব্রীজের উত্তরাংশে অধিগ্রহণ করা ২৫ শতাংশ জমি সম্প্রতি কিছু ব্যক্তি দখল করে বিক্রির পায়তারা করছে। বিষয়টি জানার পর তারা জমিটি রেজিস্ট্রি না করতে জেলা রেজিস্ট্রার বরাবর চিঠি দেন। কিন্তু এরপরও কি করে জমিটি রেজিস্ট্রি হলে তার বোধগম্য হচ্ছেনা বলে জানান তিনি। তবে এ বিষয়ে তিনি আইনী লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন।
জানতে চাইলে সদর সাবরেজিস্ট্রার হাবিবুর রহমান তালুকদার জানান, এটি যে সরকারি জমি তা তার জানা নেই। সরকারি জমি জানলে জমিটি রেজিস্ট্রি করতেন না। পাউবোর চিঠিটি তিনি রোববার পেয়েছেন। আরও দু’দিন আগে চিঠিটি পেলে তিনি বিষয়টি দেখতেন। তিনি বলেন, যারা রেজিস্ট্রি করিয়েছে, তারা এটি পরিকল্পিতভাবে নিয়ে গেছে। এখন এ বিষয়ে আর কিছুই করার নেই। এখন পানি উন্নয়ন বোর্ডকে মামলা করা ছাড়া আর কোন উপায় নেই। তবে ভবিষ্যতে আর সরকারি জমি রেজিস্ট্রি না করার কথা জানান তিনি।
কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, হবিগঞ্জ শহরের কামড়াপুর এমএ রব ব্রীজের উত্তরাংশে সাবেক আরএস দাগ ১৪১ এবং বর্তমান আরএস দাগ ৭২৪ এর কামড়াপুর মৌজার খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য ১৯৮৪-৮৫ সালে ২৫ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। তখন জমির মালিক শহরের কামড়াপুর এলাকার বাসিন্দা গুনি মিয়া সরকার থেকে জমির মূল্য গ্রহণ করেন এবং জমিটি সরকারের নামে রেজিস্ট্রিও করে দেন।
ভূমি জরিপের সময় কৌশলে মালিকের ছেলে আব্দুল আওয়াল নিজ নামে তা রেকর্ড করিয়ে নেন। অধিগ্রহণ করা জমির মাঝে ৯ শতাংশ ৮৪ অযুতাংশ জমি সরকারের নামে এবং বাকি জমি পূর্বের মালিকের নামে রেকর্ড হয়। অথচ প্রতি বছরই অধিগ্রহণ করা উক্ত ২৫ শতাংশ জমিরই খাজনা দিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। অধিগ্রহণ করা জমির ৩০ চৈত্র ১৪২৩ বাংলা সন পর্যন্ত খাজনাও ইতিমধ্যেই পরিশোধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরপরও কি করে এ জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড হয় তা নিয়ে পাউবো কর্তৃপক্ষও অবাক হয়েছেন। এ ভুল রেকর্ডের সুযোগে একটি চক্র কয়েকদিন ধরেই নদীর বাঁধের জমিটি বিক্রি করার পায়তারা করে।
বিষয়টি জানতে পেরে পাউবো জমিটি রেজিস্ট্রি না করতে জেলা রেজিস্ট্রারকে গত ২৪ জুলাই একটি চিঠি দেয়। চিঠিতে উক্ত জমি যাতে কেউ আরএস রেকর্ড দেখিয়ে বিক্রি করতে না পারে সে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু জেলা রেজিস্ট্রার অফিস চিঠিটি খুলেও দেখেনি।
ইতিমধ্যে কামড়াপুর এলাকার বাসিন্দা জমির পূর্বের মালিক গুনি মিয়ার ছেলে আব্দুল আওয়াল আরএস মালিকানা দেখিয়ে উক্ত জমির প্রায় দেড় শতাংশ বিক্রি করে দেন। তিনি জমিটি শহরতলীর বহুলা গ্রামের জনৈক এমরান মিয়ার নিকট বিক্রি করেন। গত ২৪ জুলাই এটি সদর সাবরেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করা হয়। যার দলিল নং ৪১৮৬।
সরেজমিন বিষয়টি খোঁজ নিতে গেলে হতচকিয়ে উঠে অফিসের দায়িত্বরতরা। তারা পাউবোর চিঠিটি খুলেও দেখেননি। সরকারি অফিসের চিঠি তাই তা খুলে দেখার প্রয়োজন মনে করেননি। তারা উক্ত চিঠিটি ড্রয়ারে ফেলে রেখে দেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *