
স্টাপ রিপোর্টার॥ চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় উদ্যানে বিলুপ্ত প্রায় নানা জাতের জীব ও বৈচিত্র। নিয়মিত গাছ কাটা, পাহাড়ের বিভিন্ন সম্পদ আহরণ ও বনের অভ্যন্তরের অবস্থা জনাকীর্ণ হওয়ার ফলেই মূলত রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় উদ্যানে বর্তমানে বন্যপ্রাণী দেখা যায় বললেই চলে। এখানে রয়েছে নানান জাতের পাখি, বন্য মোরগ, বানর, মুখপুড়া হনুমানসহ বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী। এ দলবাঁধা প্রাণীগুলো বিলীন হতে চলেছে। বানর আশ্রয় নিয়েছে পার্শ্ববতী চা বাগানসহ উপজেলার নানান গ্রাম-এলাকায়। বাঘ, হরিণ, হনুমানসহ হরেক প্রজাতির প্রাণী ধরা পড়ছে লোকালয়ে। এতে বন হারাচ্ছে তার আপন সৌন্দর্য। ধ্বংস হচ্ছে দেশের মহামূল্যবান সম্পদ। চুনারুঘাটবাসী দিনকে দিন হারাচ্ছে জাতীয় উদ্যানের মর্যাদা। ব্যাপকহারে বৃ কর্তনের ফলে উজার হচ্ছে বনাঞ্চল, ধসে পড়ছে পাহাড়। ফলে নিদারুন ...