চুনারুঘাটে দুই শতাধিক রেজিস্ট্রেশন বিহীন অবৈধ ট্রাক্টরের অবাধ বিচরণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারঘাটে সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়া”েছ দুই শতাধিক রেজিস্ট্রেশন বিহীন ট্রাক্টর। ঢাকা সিলেট মহাসড়ক, চুনারুঘাট শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কসহ উপজেলার সবকটি সড়কে থানা ও হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে অবাধে চলাচল করছে অবৈধ এসব যানবহন। এতে সড়কের ব্যাপক ক্ষতিসাধন যানবাহনের দুর্ভোগসহ পরিবেশ বিপন্ন হচ্ছে। এ নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছেনা প্রসাশন ও পরিবেশ অধিদপ্তর । এদিকে অনভিজ্ঞ চালক ও লক্কড় ঝক্কড় যান দিয়ে মাটি বহন করতে গিয়ে প্রতিয়িতই র্দুঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে ধুলাবালির কারণে সড়কে হেটে চলাচল কারী জনসাধারণ এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যঝুঁকিসহ বিভিন্ন ধরনের সমস্যা সমষ্টি হচ্ছে। স্থানীয় প্রসাশন অবৈধ এ যানবাহন চলাচল করতে সহযোগিতা করছে  বলে অভিযোগ এলাকাবাসীর । অনভিজ্ঞ চালক এবং বৈধ কোন কাগজপত্র ছাড়াই ঢাকা সিলেট মহাসড়কে চুনারুঘাট শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কসহ উপজেলার সবকটি ছোট-বড় সড়কে  দুই শতাধিক অবৈধ ট্রাক্টর চলাচল করছে অনেকটা বাধহীনভাবে। এলাকাবাসীর অভিযোগ,এসব  ট্রাক্টর চলাচলের পেছনে রয়েছে চুনারুঘাট উবাহাটয় অবস্থিত শায়েস্তাগঞ্জ হাইয়ে থানা পুলিশ। মাটি ইটসহ নানা পণ্যসামগ্রী নিয়ে এসব ট্রাক্টর সড়ক মহাসড়কে অবাধে চলাচল করছে। বেপরোয়া গতির এসব ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র,শিশুসহ অনেকে প্রাণহানী ঘটলেও যানবাহনটি সড়কে চলাচল বন্ধের ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেনা প্রসাশন। এছাড়া মাটি বহনকারী এ যানবাহন যেসব সড়ক দিয়ে চলাচল করে,এর ধুলাবালীতে আশপাশের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশী শব্দদূষণ হচ্ছে  এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইয়ে পুলিশের কোন সম্প”ক্ততা নেই।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *