চুুনারুঘাট থানার ৭ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার জুডিসিয়াল তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার ॥ চুুনারুঘাট থানার ৭ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার জুডিশিসয়াল তদন্ত শুরু হয়েছে। গত রবিবার বিকেলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিমের খাস কামরায় হাজির হয়ে মামলার বাদিনি কাজী সাহেনা আক্তার ও স্বাী মিছির আলী জবানবন্দি প্রদান করেন। এ ব্যাপারে মামলার আইনজীবি সিরাজ আলী মীর জানান, ক্রমান্বয়ে স্বাীদের জবানবন্দি রের্কড করবেন তদন্তকারী ম্যাজিস্ট্রেট। চুুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর পৌর যুবদলের যুগ্ম সম্পাদক  ইউনুছ আলী (৩৫) কে পরিকল্পিতভাবে পুলিশ গুলি করে হত্যার অভিযোগ এনে চুুনারুঘাট থানার ১ জন এস.আই ও ৩ জন এ.এস.আই সহ ৭ পুলিশ সদস্যের নামে মামলা হয়। গত ২৩ জানুয়রী মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা জজ আদালতে নিহতের স্ত্রী কাজী শাহেনা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার বাদিনী নিহত ইউনুছের স্ত্রী দাবি করেন, তার স্বামী ইউনুছ আলীর বিরুদ্ধে মামলা থাকায় গত বছরের ১লা আগস্ট রাতে পুলিশ তাদের বাসায় যায়। বাড়িতে তল্লাশির নামে শাহেনা আক্তারের শ্লীলতাহানি চেষ্টা করে পুলিশ। ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে তিনি মামলা করেন। এর জের ধরেই গত ৩১ ডিসেম্বর রাত ১১টায় শাহেনা আক্তারের স্বামী ইউনুছ আলীকে ডেকে নিয়ে যায় পুলিশ। পরে তাকে নির্যাতন ও গুলি করে হত্যা করে পুলিশ। উক্ত মামলায় চুুনারুঘাট থানার এসআই আতাউর রহমান, এসআই ওমর ফারুক, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই সাজিদ মিয়া, কনস্টেবল মনীন্দ্র চাকমা, কনস্টেবল আব্দুল হামিদ, কনস্টেবল নূরুজ্জামানকে আসামি করা হয়।চুনরারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান, উল্লেখিত দিন রাতে দারোগা আতাউর রহমান সহ একদল পুলিশ দ্বি মাগুর উন্ডা গ্রামে এজহার মামলার অভিযুক্ত আসামী কাওছার মিয়ার ঘরে অভিযান চালায় সেখানে মধ্যপান অবস্থায় ইনুছ,কাউছারসহ ৩/৪ জনকে আটকানো হয়। ইউনুছ এক পর্যায়ে চুরিও পরে দাড়ালো বটি দিয়ে দারগার উপর চড়াও হয়। প্রাণ রক্ষার্থে পুলিশ গুলি ছাড়লে ইউনুছ মারা যায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *