স্বাস্থ্য কর্মীদের কর্মশালায় তথ্য প্রকাশ চুনারুঘাটে গত বছরে ২২ জন যক্ষারোগী মারা যায়

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিয়ে যক্ষা রোগী শনাক্তকরণ লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হীড বাংলাদেশ চ্যালেঞ্জ টিবি প্রকল্পের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ গোলাম মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে একে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোঃ ফারাবী। বিশেষ  হীড বাংলাদেশ চ্যালেঞ্জ টিবি জেলা প্রকল্প কর্মকর্তা জুয়েল রানা, ফিল্ড সুপারভাইজার ম্যানুয়েল ডায়াজ, কমিউনিটি ফ্যাসিলিটেটর সুমন, সুকান্ত বৈদ্য ও সঞ্জয় কানু প্রমূখ। সভায় জানানো হয় চুনারুঘাট উপজেলার ২০১৭ সালে যক্ষায় আক্রন্ত হয়ে ২২ জন মারা যায়। এ সময় প্রায় ৮শ’ রোগীকে সুস্থ করে তোলা হয়। ২০১৬ সালে ৭শ’ ৫৫ জন রোগী শনাক্ত করা হয়। ২০১৭ সালে যক্ষা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাড়ায় ৮শ’ ৫০জন। যা গত বছরের ১২ শতাংশ বেশি। চুনারুঘাটে রোগী অরোগ্য হার ৯৬ শতাংশ। এতে আরো বলা হয়, চুনারুঘাটে ফাড়িসহ ২২টি চা বাগানে ব্যাপক হারে যক্ষারোগী সনাক্ত হচ্ছে। গত ৯ মাসে প্রায় ৪শ’ রোগী শনাক্ত করা হয়েছে। তাদেরকে হীডের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বিনামুল্যে চিকিৎসা দিয়ে স্বাস্থ্য করে তুলছে।
ইউএসএআইডির সহযোগিতায় চ্যালেঞ্জ টিবি নামে একটি প্রকল্প ২০১২ সাল থেকে হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর, বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় কাজ শুরু করে। চুনারুঘাট উপজেলায় একজন কর্মকর্তাসহ ৬ জন কর্মী শুধু চা বাগানে কাজ করছে। এছাড়া হীড বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় যক্ষা নিরাময়ে কাজ করে যাচ্ছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *