ব্যারিস্টার সুমনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ গ্রামবাসীর সুফল ভোগ..

জসিম উদ্দিন : চুনারুঘাট উপজেলায় ৯ নং রানিগাঁও ইউপি ৬ নং ওয়ার্ডের কালিকাপুর অদুরে আব্দুল জাহির মাস্টারের বাড়ির অদুরে বয়ে যাওয়া করাঙ্গী নদীতে একটি কাটের সেতু দেখা গেছে। এই প্রতিবেদক গত ১৪/২/১৮ ইং তারিখে বিকালে নাসিমাবাদ চা-বাগানের অভিমুখে যাওয়ার পথে এ রকম একটি কাটের সেতু চোখে পড়ে। এদিকে কাটের সেতু তৈরি হওয়ায় কমলপুর, কালিকাপুর, উত্তর বড়জুষসহ ৫ টি গ্রামের ৫০ হাজারো অধিক জনসাধারণ নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পেলেন। খোঁজ নিয়ে জানা যায়, চুনারুঘাটের এক সময়ে ক্রীড়া ব্যক্তিত্ব  ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নিজস্ব অর্থায়নের স¤প্রতিক সময়ে এ সেতুটি নির্মাণ করেছেন। ১০০ ফুট লম্বা সেতুটি তৈরি করতে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়েছে। ২ দিনের মধ্যে সেতু তৈরির কাজ সম্পন্ন হয়। স্থানীয় জনসাধারণের চলাচলের পথ সুগম হয়েছে। ফলে সেতুর উপর দিয়ে সিএনজি ও রিস্কা চলাচল করেছে। এলাকাবাসী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, করাঙ্গী নদীতে জরাজীর্ণ অবস্থায় কাটের সেতু ছিল। বেশ পুরনো হওয়ায় গত বছরে এটি ভেঙে যায়। ফলে সেতুর কাছে সাঁকো দিয়ে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করতেন। বর্ষায় চলাচল বন্ধ থাকতো আর শুকনো সময় সাঁকো দিয়ে পারাপার হতো। তারা আরো বলেন,জনসাধারণের দুর্ভোগ রহিত করারও নেতৃত্ব অন্যতম গুণ । এ রকমই ব্যক্তি হতে হবে। তিনি হলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। যেখানে সমস্যা সেখানে ছুটে যান। সারাদিনব্যাপি সেতু তৈরির কাজ দেখেছেন এমন ৬ জনের সাথে কথা বলে জানা যায়, তার উদারতায় একটা সেতু সহজেই পাওয়া গেলো। জনপ্রনিধিদের কাছে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হয় নি অর্থাৎ কোনো কিছু হয় নি! স্থানীয় বাসিন্দারা আরো বলেন, ব্যারিস্টার সুমন সাহেবের কাছে একবার গিয়েছিলাম। যে রকম কথা সে রকম কাজ। অবশেষে সেতু হয়ে গেলো। পারাপারের দুর্ভোগ থেকে প্রত্যক অঞ্চলের জনগন মুক্তি পেলো। পথচারি রহিমা, আকলিমা, জয়নব, আছিয়া,রফিকা, আম্বিয়াসহ নাসিমাবাদ চা-বাগানে দিকে পড়ন্ত বিকাল বেলায় ছুটে চলা ৬ জন নারী শ্রমিক বলেন, এতো সহজেই সেতুটি হবে। ভাবতে অবাক লাগে। নেতৃত্বে এ রকম হওয়া প্রয়োজন। ব্যারিস্টার ভাইয়ের উছিলায় আমাদের পারাপারের পথ অনেক সহজ হয়েছে। বিশেষকরে স্কুলমুখী শিশুদের জন্য নিরাপদ হয়েছে। সূর্য ডুবো ডুবো অবস্থায় এমন সময় গরুর পাল নিয়ে সেতু পার হলেন এ সময় ৫ মিনিটে কথোপকথন হয় নাম না জানা এই রাখালের সাথে। তিনি বলেন, সাঁকোই দিয়ে নারীরা খুব ঝুঁকি নিয়ে পার হতেন। অনেক সময় বয়স্ক নারীদের পা পিচলে যেতো। অনাকাঙ্খিত ঘটনা ঘটতো। বিশেষকরে গর্ভবর্তী বা অসুস্থ নারীদের জন্য অনেক দুর্ভোগে পোহাতে হতো। পাশাপাশি পুরুষরা ও। অবশেষে দুর্ভোগ রহিত হলো। এক পর্যায়ে তিনি বলেন, ব্যারিস্টার সাহেব আমাদের মন জয় করেছেন। উনার মতোন সমাজে ৩/৪ লোক থাকলে সমাজ আরো একধাপ এগিয়ে যেতো। এ বিষয়ে জানতে চাইলে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন বলেন,”জনসাধারণের সেবায় কাজ করতে চাই। স্থানীয় জনসাধারণের যাতায়াতের পথ সুগম হয়েছে। ” ছাত্র-ছাত্রীদের সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে জানিয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমন এ বিষয়ে আরো বলেন, “বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা নিরাপদ যাতায়াত প্রক্রিয়া সহজ হয়েছে। বৃষ্টি হলেও তারা বিদ্যালয়ে যেতে পারবে।” ১৫ মিনিটে কথোপকথনে তিনি আরো বলেন, “জনগনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। ফুলঝুড়ি প্রতিশ্রুতি দিতে চাই না। যা করি সেটি বাস্তবে করে দেখাই। ” আগামী (২১ ফেব্রুয়ারি বুধবার) সকাল ৯ টা থেকে গাজিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোনাগাও বাসীর দুঃখেভরা সেই ইছালিয়া ছড়ায়( মালেবাড়ির সামনে) কাঠের সেতু নির্মাণ করবেন আমাদের চুনারুঘাট-মাধবপুরের দুঃখী মানুষের কান্ডারী, যিনি অসহায় মানুষের মুখের দিকে চেয়ে বুকের কথা বলতে পারেন,যিনি যা বলেন তাই করার চেষ্ঠা করেন, সেই প্রিয় ব্যাক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভাই। আসুন এলাকার উন্নয়নের স্বার্থে সকলে সহযোগীতা করি…..(সার্বিক সহযোগীতা করবে প্রাছাস গাজিপুর)

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *