Daily Archives: March 1, 2018

এলো স্বাধীনতার মাস

সেবাডেস্ক: অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাঙালির জীবনে অন্তর্নিহিত শক্তির উৎস এই মার্চ মাস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর আগে, বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘সাত কোটি মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’ ১৯৭১-এর ৭ মার্চ তৎকালীন রেসর্কোস ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া সেই ঐতিহাসিক ভাষণের সময় মুহুর্মূহু গর্জনে উত্তাল ছিল জনসমুদ্র। লাখো কণ্ঠে গর্জে ওঠা একই আওয়াজ উচ্চারতি হতে থাকে দেশের এক ...

চুনারুঘাট ব্যকস সভাপতি খুন । পরিস্থিতি থমথমে

জসিম উদ্দিন : চুনারঘাট চুনারঘাট ব্যবসায়ীক কল্যাণ সমিতি’ (ব্যকস)’র সভাপতি, চুনারঘাট উপজেলা আহলে সুন্নাতু ওয়াল জামাতের সভাপতি, আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৫) আজ  বৃহম্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে নিজ বাসায় যাওয়া পথে একদল অজ্ঞাত দুর্বৃত্তের এলোপাথারি দায়ের কুপে আঘাতে গুরুত্বর আহত হন। তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথিমধ্যে মারা যান। চুনারঘাট- মাধবপুর সার্কেল এএসপি এস এম আহমেদ রাজু জানান, খুনের ঘটনয়া তদন্ত  চলছে। ব্যবসয়ীদের তাৎক্ষনিক মিছিল মিটিং হয়। এ সমাবেশে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহম্মদ ফারাবী, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু বক্তব্য বলেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। আহলে সুন্নাতু ওয়াল জামাত ও ব্যবসায়ীদের সমাবেশ অব্যাহত ...