চুনারুঘাট পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি এম. শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক মোঃ মোস্তফা মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানখলা ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান তরফদার সবুজ। স্বাগত বক্তব্য রাখেন- অধ্য মোঃ নাছির উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মোঃ শাহাব উদ্দিন, দীপন চন্দ্র পাল, কলেজ পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান কাজল প্রমুখ।
Share on Facebook
Leave a Reply