Category Archives: প্রথম পাতা

চুনারুঘাট বাসুদেব মন্দিরের কমিটি নিয়ে উত্তেজনা ॥ থানায় জিডি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট বাসুদেব মন্দিরে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। সাধারণ সম্পাদক প্রণয় পাল মন্দিরের আইন শৃংখলার অবনতি ও মন্দিরের সুরক্ষা কল্পে জিডি দায়ের করেন। চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, উদ্ভুত পরিস্থিতি হতাশাজনক। আইন শৃংখলা রক্ষা ও মন্দিরের সুরক্ষায় পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কোন অবস্থাতেই মন্দিরের অভ্যন্তরে কোন ধরণের গোলযোগ করতে দেয়া হবেনা। উল্লেখ্য, বাসুদেব মন্দির কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং পুলিশ পাহাড়ায় কমিটির কয়েকজন সদস্যকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে ঘটনার পর দীর্ঘদিন ধরে কমিটি গঠন ও আয় ব্যয়ের হিসাব ...

৪ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অলিপুরকে পৌরসভায় রূপান্তর করা হবে

এমপি আবু জাহির স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ জেলায় সর্বপ্রথম সদর ও লাখাইকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। ইতোমধ্যে এই কার্যক্রম প্রায় শেষ হতে চলেছে। তিনি গত শুক্রবার বিকেলে সদর উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামে প্রায় ৪ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। যার ধারাবাহিকতায় সুরাবই গ্রামে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। এক সময় সুরাবই, পুরাসুন্দা সহ অলিপুরকে আধুনিক পৌরসভায় রূপান্তর করা হবে। প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নুরপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মুখলিছ মিয়া। ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব ইছাক আলী সেবনের পরিচালনায় ...

প্রাণ আরএফএল গ্র“পের নতুন চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী

প্রথম সেবা ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্র“পের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত হয়েছেন আহসান খান চৌধুরী। সম্প্রতি গ্র“পের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত  নেয়া হয়। এর আগে তিনি গ্র“পের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রাণ আরএফএল গ্র“পের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর (অব.) ছেলে আহসান খান চৌধুরী ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে প্রাণ আরএফএল গ্র“পে যোগদান করেন। ৪৬ বছর বয়সী আহসান খান ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক। উল্লেখ্য, ১৯৮১ সালে প্রাণ আরএফএল গ্র“প যাত্রা শুরু করে। তখন থেকেই গ্র“পের সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)। ২০১৫ সালের ৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। অপরদিকে ...

পরিচয় গোপন রেখে অসামাজিক কাজে লিপ্ত ৫ প্রেমিক জুটি হোটেল ম্যানেজারসহ ২৬ জন জেল হাজতে

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ১০ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ শহরের সিনেমা হল এলাকার বিভিন্ন আবাসিক হোটেল থেকে তাদের আটক করে। আটককৃতরা হল, বরগুনা জেলার বেতাগি থানার চরকালি গ্রামের মুখলেসুর রহমানের পুত্র সজিব খান (২৩) ও বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের মস্তু মিয়ার কন্যা নিছা চৌধুরী (২০), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মৃত মিন্টু মিয়ার পুত্র রাজু মিয়া (১৮), একই গ্রামের আতাবুর রহমানের কন্যা রুমা আক্তার (১৮), বাহুবল উপজেলার চকমন্ডল গ্রামের আফরোজ মিয়ার পুত্র মাইক্রোবাস চালক আলমগীর (২২), নেত্রকোনা জেলার শিবসাদপুর গ্রামের নেত্রকোনা সরকারি ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী বাউল শিল্পী রুবি আক্তার (২০), শায়েস্তাগঞ্জের ...

হবিগঞ্জে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

পাবেল খান চৌধুরী ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান ও ২ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। গতকাল শনিবার যাচাই বাচাইয়ের ১ম দিনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। চেয়ারম্যান পদে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী এনামূল হক মোশাহিদ, হাফিজুর রহমান ও গণফোরামের মনমোহন দেব নাথের মনোনয়ন বাতিল হয়। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে চলেছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে তাদের আপিল বৈধ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে চেয়ারম্যান পদে। আর তা না হলে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে আর কোন বাধা থাকবে না। বাতিল হওয়া অন্যান্যরা হলেন, সংরক্ষিত ...

চুনারুঘাট ব্যকস নির্বাচনে সেক্রেটারি পদে আতাহার আলীর প্রার্থীতা ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বহু প্রতিক্ষীত ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাট বাজারের আশরাফ ট্রাভেলস এন্ড টুরস ও আশরাফ বস্ত্রালয়ের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আতাহার আলীকে সেক্রেটারী পদে প্রার্থী করতে শনিবার সন্ধ্যা ৭টায় আশরাফ বস্ত্রালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজী ইয়াকুত মিয়া। এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, ব্যবসায়ী আইয়ুব আলী, রাম শংকর ভট্টাচার্য্য, হিরো মোহন ঘোষসহ সিকান্দর মার্কেট, তালুকদার মার্কেট ও কিবরিয়া মার্কেটের ব্যবসায়ীবৃন্দ। পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব আতাহার আলীকে আসন্ন চুনারুঘাট ব্যকসের নির্বাচনে সেক্রেটারী পদে প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়।

চুনারুঘাট পৌর শহরের লক্ষীপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী বিল্লাল বাহুবলের বৈদ্যের বাজারে গাঁজাসহ গ্রেফতার

বাহুবল সংবাদদাতা ॥ চুনারুঘাট পৌর শহরের লক্ষীপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী বিল্লাল মিয়া(৩৫)কে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজারে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সি এনজি যোগে গাজা নিয়ে হবিগঞ্জে যাবার পথে  তাকে আটক করা হয়। স্থানীয়রা    জানান, চুনারুঘাট লক্ষীপুর গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে সি এনজি চাক বিল্লাল। সে দীর্ঘদিন যাবত গাজা মদ ও ইয়াবার চালিয়ে আসছিল।  মিথ্যে অপহরণ মামলার নাটক সাজিয়ে ]একটি পরিবারকে গায়েল করার হীন চেষ্টা চালিয়েছে। উল্লেখিত সকালে ২কেজি গাজা নিয়ে  হগিঞ্জ যাবার পথে ]বাহুবল মাদক নিযন্ত্রক অধিদপ্তর তাকে আটক করে। পরে বাহুবল থানা পুলিশ তাকে জেল হাজতে পেরণ করে।

বাহুবলে বার্ষিক পরীক্ষায় সুযোগ দেওয়া হলোনা ধর্ষিতাকে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বাহুবলে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ধর্ষিতাকে স্কুল থেকে বের করে দিয়েছে শাহজালাল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে চলতি বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় ওই ধর্ষিতার শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। চলতি বছরের ১৯ জুলাই ভোরে চাকরির প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাহুবল মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ দু’অপহরণকারীকে গ্রেফতার ও আদালতে চার্জসীট প্রদান করে। কিন্তু ধর্ষক পলাতক রয়েছে। স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের (হরিধন চক্রবর্তী-এর কন্যা শান্তা চক্রবর্তী) নিকটবর্তী নতুনবাজার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে লেখাপড়া করে। গরীব শ্রমজীবী পরিবারের ওই ছাত্রীদের বাড়িতে পূর্ব পরিচয়ের সূত্রে প্রায়ই আসা-যাওয়া করতো পার্শ্ববর্তী হিমারগাঁও গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী ফাতেমা ...

চুনারুঘাটের ৩০ স্পটে মাদক ব্যবসা মুড়ারবন্দ মাজার ও কলেজ রোড অন্যতম ॥ প্রশাসন নির্বিকার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বেড়েই চলেছে মাদক ব্যবসা। স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এ ব্যবসা পরিচালিত হচ্ছে কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থাকছে। এতে অবিভাবকদের মধ্যে ঊদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে মাসোহারা নেয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী। এ কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবক-যুবতী, তরুণ, শিশুরাও মাদকাসক্ত হয়ে পড়েছে। ফলে নেশার টাকা যোগার করতে চুরি, ছিনতাই, ডাকাতি, প্রতারনা করে অর্থ যোগাড় করছে মাদকসেবীরা। চুনারুঘাট উপজেলা সদরের কলেজ রোড ও মুড়ারবন্দ মাজারের পাশসহ প্রায় ৩০টি স্পটে অর্ধশতাধিক নারী ও পুরুষ মাদকদ্রব্য বিক্রি করছে বলে তথ্য পাওয়া গেছে। এসব এলাকায় সকালে ও রাতে জমজমাট মাদক বিক্রি ও সেবন চলে। সন্ধার পর গ্রামের অন্ধাকার সড়কে ১৫ বছর বয়সী কিশোর থেকে ...

চুনারুঘাটে টি২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে টি২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরের ডিসিপি হাই স্কুল মাঠে দুরন্ত চুনারুঘাট ক্রিকেট একাডেমীর উদ্যোগে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, সুপ্রীম কোর্টের আইনজীবী ও ‘ধামালি, চুনারুঘাট’ এর সভাপতি মোস্তাক আহাম্মদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, কাউন্সিলর তাজুল ইসলাম কাজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল। এতে অন্যান্যের ...

জমির আইল কাটা নিয়ে প্রতিপক্ষরা লাঠি দিয়ে পিটিয়েছে আরজু মিয়াকে

স্টাফ রিপোটার ॥ জমির আইল কাটতে বাধা দেয়া ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সবুজ তরফদার এর কাছে বিচার দেয়ার কারনে প্রতিপক্ষরা আরজু মিয়া (৫০) নামে এক ব্যাক্তিকে রক্তাক্ত জখম করেছে। তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার পঞ্চাশ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আরজু মিয়া বাড়ির পুকুরের কোনায় প্রায় ৩০/৩৫ বছর পূর্বের সীমানা কুটি রয়েছে। সম্প্রতি একই এলাকার সফিক মিয়া, বাছির মিয়া, তাদের পুকুরের পাড় কেটে ২ ফুট জমি নিয়ে যায়। এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সবুজ তরফদারকে জানিয়ে বাড়িতে আসার পথে উল্লেখিত রাস্তায় আরজু মিয়াকে পতিরোধ করে মারধোর করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইউপি সদস্যরা বিষয়টি শালিশে মীমাংসার চেষ্টা করছেন।

মাদকসেবীকে কাজে আসতে বারণ করায় গৃহকর্তাকে ছুরিকাঘাত

আকরামুল ইসলাম ॥ মাদকসেবী দিনমজুরের ছুরিকাঘাতে গৃহকর্তা রঙ্গু মিয়া (৫০) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানা যায়, গত বুধবার সকাল ৯টায় চুনারুঘাট উপজেলার বড়াব্দা মুন্সি বাড়িতে রঙ্গু মিয়ার বসত ঘরে কাঠ মেস্তরী হিসেবে কাজ করতে আসেন একই এলাকার আঃ মমিনের ছেলে রাজন মিয়া। এ সময় সে মারাত্মকভাবে গাজা আসক্ত ছিল। কথা বলতে পারছিলনা। মাদকাসক্ত অবস্থায় রদু মিয়া কাজে আসতে মানা করায় তাৎক্ষনিকভাবে সে কোমরে রাখা ছুরি দিয়ে রদু মিয়াকে  ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।

প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে

নুর উদ্দিন সুমন ॥ গতকাল ২৫তম আন্তর্জাতিক এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক এ দিবসটির এবারের  প্রতিপাদ্য নির্ধারণ ছিল ‘এ্যাচিভিং সেভেনটিন গোলস ফর দ্য ফিউচার উই ওয়ান্ট’ অর্থাৎ ‘টেকসই ‘ভবিষ্যত গড়ি, ১৭ লক্ষ্য অর্জন করি।’ এ প্রতিপাদ্য যেমন এসডিজি লক্ষ্য অর্জনে, তেমনি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত বিশ্ব নির্মাণে ভূমিকা রাখবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। উন্নয়নের মূল ধারায় প্রতিবন্ধীদের একীভূতকরণ এবং ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে। উল্লেখ্য, সমাজকল্যাণ অধিদপ্তর সম্প্রতি সারাদেশে জরিপ চালিয়ে ১৫ লাখেরও বেশী বিভিন্ন ধরণের প্রতিবন্ধী মানুষ শনাক্ত করেছে। তাদের ...

কিবরিয়া হত্যা মামলায় জিকে গউছের জামিন

নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর সাময়িক বরখাস্তকৃত মেয়র আলহাজ্ব জিকে গউছকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবি খন্দকার মাহবুব হোসেন ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ। এর পূর্বে চলতি বছরের ২৮ ফেব্র“য়ারী এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট জিকে গউছকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বৃহস্পতিবার তাকে জামিন দেন হাইকোর্ট। এদিকে জিকে গউছের জামিনের ...

পা ভেঙ্গে গেছে বলে পরীক্ষা ফাঁকি দিতে রাজি নই

মোঃ আবুল কালাম ॥ ভাঙ্গা পায়ে প্রচন্ড ব্যথা। ব্যথাটা থাকে সর্বক্ষনই। তাতে কি ? পরীক্ষা বলে কথা। জীবনের প্রথম সেন্টার পরীক্ষাটা যে তাকে দিতেই হবে। এতে দমে গেলে চলবে না। এ উৎসাহ থেকে হ্যাপি বাবার রিক্সায় চড়ে প্রতিদিনই আসে পরীক্ষা কেন্দ্রে। আহত হ্যাপির জন্য আলাদা টেবিল-চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ। আর এখানে বসেই হ্যাপি পরীক্ষার খাতায় লিখে যাচ্ছে নিরন্তর। সে চুনারুঘাট উপজেলার আমকান্দি ব্রাক স্কুলের মেধাবী ছাত্রী। চুনারুঘাট সদর সরকারী প্রাধমিক বিদ্যালয় কেন্দ্রর একজন পরীক্ষার্থী সে। প্রথম দিনের পরীক্ষা শেষ করে নিজ গ্রাম আমকান্দি যাবার পথে টমটম র্দর্ঘটনায় সে আহত হয়। এতে তার বাম পা ভেঙ্গে যায়। তার পা প্লাস্টার করানো হয়। আত্মীয়রা বলেছিলেন, পরীক্ষা দেয়ার দরকার নাই কিন্তু ...

চুনারুঘাটে চা উৎপাদনে রেকর্ড

মোঃ আবুল কালাম ॥ চুনারুঘাটের লস্করপুর ভ্যালিতে চা উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চা শিল্পের ১৬১ বছরের ইতিহাসে প্রথমবার ভ্যালিতে চলতি মৌসুমের অক্টোবর পর্যন্ত (প্রথম ৮ মাসে) সর্বোচ্চ উৎপাদন অর্থাৎ ১ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮২১ কেজি চা উৎপাদন হয়েছে। যা গত বছরের তুলনায় ৩৬.৭৫ শতাংশ বেশি। এছাড়া মৌসুমের দু’মাস বাকি থাকতেই ভ্যালিতে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ১ কোটি ১০ লাখ কেজি ছাড়িয়ে গেছে। চলতি মাসে বৃষ্টি হওয়ায় নভেম্বর ও ডিসেম্বর মাসে উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে বাগান সূত্র জানিয়েছে। এতে চায়ের উৎপাদন আরও বাড়তে পারে। রেকর্ড উৎপাদনের কারণে চা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানিতে নতুন যুগে প্রবেশ করতে পারে চা শিল্প। চা বাগান ও ভ্যালি সূত্রে জানা যায়, চা শিল্পকে টিকিয়ে রাখায় ...

সাংবাদিকদের সাথে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর পরিচালকের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (বিজ্ঞাপন) আব্দুল্লাহ আল শাহীন। শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান ও চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদ, মনিরুজ্জামান তাহের, এস এম সুলতান খাঁন, ফখরুদ্দিন চৌধুরী আব্দাল প্রমুখ।

লন্ডনে ৮ নভেম্বর সমাজসেবক গিয়াস উদ্দিন লন্ডনীর জি.আর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ মানব কল্যাণের মহান ব্রতকে সামনে রেখে যাত্রা শুরু করেছে যুক্তরাজ্যভিত্তিক নতুন চ্যারিটি সংগঠন জি.আর ফাউন্ডেশন (ইউকে)। গত ৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে পূূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জি.আর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ করা হয়েছে। এ সময় সংগঠনটির ফাউন্ডার চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, ধর্মীয় শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমুলক এই পাঁচটি মূলমন্ত্রকে ধারণ করে জি.আর ফাউন্ডেশন কাজ করবে। জিআর ফাউন্ডেশন হচ্ছে যুক্তরাজ্যভিত্তিক প্রথম কোনো চ্যারিটি সংগঠন। সভায় কমিউনিটি সংগঠক মোহাম্মদ আজিজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুহুল আনোয়ার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের জেনারেল সেক্রেটারি সৈয়দ আবদুল কাইয়ূম কয়সর, ভাইস চেয়ারম্যান এমএ মান্নান, এনসিও মেম্বার হারুনুর রশীদ, চুনারুঘাট এসোসিয়েশনের চেয়ারম্যান গাজীউর রহমান গাজী, সাধারণ সম্পাদক ...